E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাঠ পুড়িয়ে কয়লা তৈরী : কারখানা মালিককে ২ মাসের কারাদন্ড, জরিমানা

২০১৫ ডিসেম্বর ২২ ২১:৫২:০৪
কাঠ পুড়িয়ে কয়লা তৈরী : কারখানা মালিককে ২ মাসের কারাদন্ড, জরিমানা

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি :বরগুনার পাথরঘাটায় ভ্রাম্যমান আদালত অবৈধ করাতকল বন্ধ ও কাঠ পুড়ে কয়লা তৈরীর কারখানা বন্ধ করে দিয়েছে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট কয়লা তৈরীর অপরাধে একজনকে ২ মাসের কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেছে মঙ্গলবার ।

পাথরঘাটা বন বিভাগের রেঞ্জার মো. সোলায়মান হাওলাদার মঙ্গলবার রাতে (৮টা) জানান, নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বন আইনে অবৈধ হওয়ায় পাথরঘাটা সদর উপজেলার বাদুরতলা গ্রামে তিনটি কাঠ কাঠকাটার করাতকল(স্বমিল) বন্ধ করেদিয়েছে। বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে তারা সংরক্ষিত বনের ১০ কিলোমিটার সীমানার মধ্যে কাঠ চিরাইএর ব্যবসা করছিল। মঙ্গলবার((২২ ডিসেম্বর)বেলা ১১টা তেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলে বলে রেঞ্জকর্মকতা স্থানীয় সাংবাদিকদের জানান।

অপর দিকে কাঠালতলী ইউনিয়নের বলেশ্বরনদ তীরবর্তী বকুলতলা গ্রামে মো. জাহাঙ্গির আলমের একটি কয়লা তৈরীর কারখানা জ্বালিয়ে ধংস করে দিয়েছে ভ্রাম্যমান আতালত। তিনি বনের কাঠ সংগ্রহ করে আগুনে পুড়ে কয়লা তৈরী করে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রী করত। ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. শাকিব আল রাব্বাী কয়লা তৈরীর কারনে পরিবেশ দূষনকারি কার্বণ নিঃসরণ হওয়ার আপরাধে কাখানার মালিক জাহাঙ্গির আলমকে ২মাসের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমার আদেশ প্রদান করেন। এ সময় ২ হাজার মন জ¦ালানী কাঠ জব্দ করা হয়।



(এমআইকে/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test