E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিজিটাল হচ্ছে খানপুর হাসপাতালের সম্মেলন কক্ষ

২০১৬ জানুয়ারি ২৯ ২১:০১:৩৭
ডিজিটাল হচ্ছে খানপুর হাসপাতালের সম্মেলন কক্ষ

বিশ্বজিৎ দাস : আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সম্মেলন কক্ষটি ডিজিটাল কনফারেন্স রুমে রূপান্তর করা হচ্ছে। শুক্রবার(২৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় সংসদ সদস্য সেলিম ওসমান সম্মেলন কক্ষটির ডিজিটালে রূপান্তরিত করার কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহ সভাপতি জিএম ফারুক ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পিএ সিদ্দিকুর রহমান।

উল্লেখ্য, স্থানীয় সংবাদপত্রে খানপুর হাসপাতালের বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশের পর হাসপাতালের অনিয়ম বন্ধ করতে এবং হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেন সংসদ সদস্য সেলিম ওসমান। এরপর তিনি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রথম মাসিক সভায় ৪৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

এর পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং বিকেএমইএ এর সহযোগিতায় দুটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান, সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে, ৭০টি বৈদ্যুতিক পাখা, হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করতে ডিপটিউবওয়েল স্থাপন, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য অচল জেনারেটরকে সচল করা, ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল অ্যাটান্ডেন্ট মেশিন স্থাপন, হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও দালালদের উপদ্রব কমাতে ৭০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে দিয়েছেন। এছাড়াও হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ৩০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন। সেই সাথে হাসপাতালটি জমিদাতা রনদা প্রসাদ সাহার নামে নামকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর সুপারিশ করেছেন।

(বিডি/পি/জানুয়ারি ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test