E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখায় অপহরণের একদিন পর শিশু উদ্ধার, গ্রেফতার ২

২০১৬ মার্চ ১৫ ১৪:১৮:৪৮
শালিখায় অপহরণের একদিন পর শিশু উদ্ধার, গ্রেফতার ২

মাগুরা প্রতিনিধি : শালিখার সীমাখালী বাজার থেকে আপন ফুফা কর্তৃক অপহরণের একদিন পর শিশু মিম(৪)কে উদ্ধার করছে  পুলিশ। মোবাইল ফোনে মুক্তিপণ চাওয়ার সূত্র ধরে তাকে মাগুরার মহম্মদপুর উপজেলার বেথুলিয়া গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।

মিম শালিখার চিত্রা ব্রিকস ইট ভাটার শ্রমিক সাতক্ষীরার যুগিপুকুরিয়া গ্রামের শাহীন সরদারের একমাত্র কন্যা। অপহরণকারি আলামিন মাগুরা সদর উপজেলার শিয়ালজুড়ি গ্রামের সাইদ মোল্যার পুত্র।

মিমের মা নাসিমা জানান, আমরা অভাবের তাড়নায় দীর্ঘদিন যাবৎ শালিখার হরিশপুরের চিত্রা ইট ভাটায় শ্রমিকের কাজ করি। মিম অসুস্থ হওয়ায় রবিবার বিকালে সীমাখালী বাজারে ডাক্তার দেখাতে আসি। এসময় আমার স্বামীও সঙ্গে ছিলেন। কিছু সময় পর আমার স্বামীর ভগ্নিপতি আলামিন মোল্যা ও তার সহযোগী নায়েব আলী এসে মিমকে মিষ্টি খাওয়ানোর কথা বলে নিয়ে যায় এবং দীর্ঘ সময়ে ফিরে না আসায় আমরা খুঁজাখুঁজি শুরু করি। রাতে আলামিন মোবাইল ফোনে ২০ হাজার টাকার দাবি করে। মুক্তিপণ না দিলে মিমকে মেরে ফেলার হুমকী দেয়। নিরূপায় হয়ে আমরা থানা পুলিশের সরনাপন্ন হই। পুলিশ মোবাইলের সূত্র ধরে আমার মেয়ে মিমকে উদ্ধার করে। আমি ওদের ফাঁসি চাই।

শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মিম অপহরনের সংবাদ পেয়ে আমরা অভিযান শুরু করি। এ এস আই হাফিজ ছদ্মবেশে অভিভাবক সেজে মিমকে উদ্ধার করতে গেলে টাকা ছাড়া মিমকে দিতে রাজি না হওয়ায় তাৎক্ষনিক ভাবে ১০ হাজার টাকা প্রদান করলে অপহরণকারি নায়েব আলী মিমকে ফেরত দেয়। এসময় মহম্মদপুর থানার পুলিশের সহযোগীতায় নায়েব আলীকে গ্রেফতার করা হয়। নায়েব আলীর স্বীকারোক্তিতে আলামিনকে ফরিদপুরের মধুখালী উপজেলার ম্যাকচামি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শালিখা থানায় মামলা দায়ের হয়েছে।

(ডিসি/এএস/মার্চ ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test