E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীর ৫০টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহন শুরু

২০১৬ মার্চ ২২ ১১:০৪:০৫
পটুয়াখালীর ৫০টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহন শুরু

পটুয়াখালী প্রতিনিধি :সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর ৫০টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হয় যা শেষ হবে বিকাল ৪টায়। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি। জেলার ৮ উপজেলার ৫০ টি ইউনিয়নে ৪৫৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৭লাখ ৫১ হাজার ৯৯জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৭৫, সাধারন সদস্য পদে ১৮শ২৯ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫শ৬৭ জন।  মোট ৪শ৪৯ কেন্দ্রের সকল কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে জানিয়েছে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

নির্বাচন উপলক্ষ্যে শুধু পুলিশ ফোর্সই মোতায়েন করা হয়েছে ২হাজার ৪শ ২৯ জন। এছাড়াও বাউফল ও গলাচিপায় ৩ প্লাটুন করে ও বাকি ৬ উপজেলায় ২ প্লাটুন করে মোট ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‌্যাবের সদস্য রয়েছে ২শ। প্রতি কেন্দ্রে মোবাইল টীম ছাড়াও ১৯ টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে।
এছাড়া প্রতি উপজেলায় ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করছেন।



(এসডি/এসসি/মার্চ২২,২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test