E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে স্বাস্থ্য ক্যাম্প

২০১৬ এপ্রিল ১১ ১৮:৪৭:১৮
কলাপাড়ায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে স্বাস্থ্য ক্যাম্প

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : “সকাল-রাতে ব্রাশ করো, হাসি মুখে জীবন গড়ো” এ শ্লোগানকে সামনে নিয়ে কলাপাড়ায় দাঁত সুরক্ষায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির আয়োজনে মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিক্ষা ক্যাম্পে সোমবার সকালে কলাপাড়া মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ ছাত্র-ছাত্রীকে দাঁতের চিকিৎসা  প্রদান করা হয়।

চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ডা. মো. মোজ্জাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা.মো.আসাদুজ্জামান সরোয়ার। এ সময় উপস্থিত থেকে তাদের সহায়তা করেন ডা. এম এ শাহ-জালাল, ডা. তামান্না তন্নী, ডা. মোদাচ্ছির নাজির প্রিনন, ডা. এবিএম আব্দুর রহিম আজাদ, ডা. রোকনুজ্জামান রিপন, ডা.মো. এস এইচ এম সাইফুল্লাহ সরোয়ার, ডা. মাহমুদুল হোসেন মিথুন।

এ সময় উপস্থিত ছিলেন, মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল হোসেন, শিক্ষিকা সুরাইয়া নাসরিন, শায়লা পারভীন , শিউলী বেগম, রেশমা বেগম, পিয়ারা বেগম প্রমুখ। চিকিৎসা শেষে শিক্ষাথীদের দাঁতের যত্নে টুথ ব্রাশ ও টুথপেষ্ট প্রদান করা হয়।

(এমকেআর/এএস/এপ্রিল ১১, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test