E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ

২০১৬ মে ০৪ ১৫:৩৫:১৫
ঈশ্বরগঞ্জে চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশবান্ধব উপায়ে বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে সবজি চাষীদের মাঝে বিনামূল্যে ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে চলতি খরিপ মওসুমে আউশ প্রণোদনা সামগ্রী বিতরণের পর উপজেলার সবজি ভান্ডার বলে খ্যাত রাজিবপুর ইউনিয়নের চরাঞ্চলের চাষীদের মাঝে সেক্স ফেরোমন ফাঁদ ও ১৫ জন ধৈঞ্চা চাষীদের মাঝে ধৈঞ্চা বীজ বিতরণ করা হয় ।

উক্ত ফাঁদ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার । পাশাপাশি আই এফ এম সি মার্কেটিং স্কুলের ৮টি সেশনের এফ এফ সি পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরন করা হয় । এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুজিবুর রহমান রাজু , সংশ্লিষ্ট ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, এসএএও শেখ শহীদুল্লাহ, মোর্শেদ আলী খান ও আই সি এম ক্লাবের সভাপতি এনামুল হক ফকির উপস্থিত ছিলেন।

(এনআইএম/এএস/মে ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test