E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়ায় স্কুল ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ-ভাংচুর

২০১৪ জুন ০৫ ২০:৫১:৫৬
পেকুয়ায় স্কুল ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ-ভাংচুর

পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক স্কুল ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ ছাত্রদের সাথে পুলিশের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া থেকে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আমজাদ হোসাইন (২০) কে গ্রেফতার করে পেকুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত স্কুল ছাত্র পেকুয়া সদর ইউনিয়নের সরকারী ঘোনা গ্রামের ফজল করিমের পুত্র।

পেকুয়া থানার উপ-পরিদর্শক মো: কাইয়ুম উদ্দিন জানান, গ্রেফতারকৃত স্কুল ছাত্র আমজাদের বিরুদ্ধে হরতালে নাশকতাসহ নানা অভিযোগে পেকুয়া থানায় ৩টি মামলা ছিল। আর এসব মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে স্কুল ছাত্র গ্রেফতারের খবর পেয়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পেকুয়া জিএমসি ইনষ্টিটিইশনের কয়েক‘শ শিক্ষার্থী শ্রেণী কক্ষ থেকে বের হয়ে পেকুয়া-বানিয়ারছড়া সড়কের চৌমুহুনী কলেজ গেইট ষ্টেশন পয়েন্টে অবরোধ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সড়কে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। দোকান পাঠ ও ভাংচুরের চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীদের সড়ক অবরোধের সংবাদ পেয়ে পেকুয়া থানা থেকে একদল পুলিশ এসে ছাত্রদের উপর ধাওয়া করে। শিক্ষার্থীরাও পাল্টা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় চৌমুহুনী ষ্টেশনের ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে দেয়। মগনামা-বানিয়ারছড়া সড়কে বন্ধ হয়ে যায় সকল প্রকার যানবাহন।

পরে দুপুর ১টার দিকে পেকুয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দিলে ছাত্ররা পিঁছু হটে যায়। প্রায় ২ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পেকুয়া জিএমসি ইনষ্টিটিইশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার এনামুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানিনা! বিদ্যালয়ের কাজে তিনি গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তিনি বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানতে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন।

এ ব্যাপারে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলের ইউনিফর্ম পরিহিত অবস্থায় পুলিশ তাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করেছে। আর এটা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। তবে শিক্ষার্থীরা কোন ধরণের ভাংচুর ও পুলিশের উপর হামলা চালায়নি বলে তিনি দাবী করেছেন।

তবে পেকুয়া থানা পুলিশ দাবী করছেন, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের গুটিকয়েক শিক্ষকদের উস্কানিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা পুলিশের উপরও হামলার চেষ্টা করেছে। থানায় এসে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পুলিশের সাথে অশোভন আচরণ করেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ব্যাপারে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আসামী গ্রেফতার করলে পুলিশের উপর হামলাসহ বিনা কারণে ছাত্রদের ব্যবহার করে সড়ক অবরোধ করা কোনভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেছেন।

(এমকেইউ/অ/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test