E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামুতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

২০১৪ জুন ০৬ ০৮:২৪:০২
রামুতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

কক্সবাজার প্রতিনিধি : রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক অভিযানে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিয়ে পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাইপাস চত্তরের রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে বিয়ের আসর চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ বাল্য বিবাহ বন্ধ করে দেয়। এসময় বর, কনের পিতা ও কাজির সহকারিসহ চারজনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন জানান, উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল গ্রামের জাকের হোসেনের মেয়ে ও কলঘর বালিকা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর মতের বিরুদ্ধে জোর পূর্বক তার বিয়ের আয়োজন করে অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিজিবি ও আনসার ব্যাটলিয়ান সদস্যরা অংশ নেন।

জানা গেছে, উখিয়ারঘোনা লামার পাড়া এলাকার আলহাজ্ব মোহাম্মদ হাসানের ছেলে বর তৈয়ব উল্লাহ, কনের পিতা ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর ফতেখাঁরকুল এলাকার জাকের হোসেন (৪৬), স্থানীয় কাজি অফিসের কাজির সহকারি রাজারকুল ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে জসিম উদ্দিন ও ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মৃত নজু মিয়ার ছেলে কামরুজ্জামানকে জরিমানা করা হয়েছে। তাদেরকে বাল্য বিবাহ না করার জন্য মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ (১) ধারা মতে অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শওকত হোসেন, বর ও কনের এলাকার ইউপি সদস্যসহ বিজিবি ও আনসার ব্যাটালিয়ন সদস্য। উল্লেখ্য রামু উপজেলায় সাম্প্রতিক সময়ে বাল্য বিয়ের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে প্রশাসনে একাধিক অভিযোগও দেয়া হয়েছে।

(টিটি/জেএ/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test