E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় গাছের চারা হাতে শপথ নিলেন ইউপি চেয়ারম্যানগণ

২০১৬ মে ১৭ ১৫:১১:৫৯
সাতক্ষীরায় গাছের চারা হাতে শপথ নিলেন ইউপি চেয়ারম্যানগণ

সাতক্ষীরা প্রতিনিধি : শপথ গ্রহনের মধ্য দিয়ে  নিজ এলাকায় বৃক্ষরোপনসহ সকল উন্নয়ন কাজে অংশগ্রহণের অঙ্গৃীকার করলেন সাতক্ষীরার নবনির্বাচিত পাঁচটি উপজেলার ইউপি চেয়ারম্যানগন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও পূর্ণ আনুগত্য প্রকাশ করে সততা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনেরও প্রতিশ্রুতি দেন  তারা ।

সোমবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। জেলার সাতটি উপজেলার আশাশুনি ও কালিগঞ্জ বাদে অপর পাঁচটি উপজেলার ৪৯ জন চেয়ারম্যান এই শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দেন। অপর দুটি উপজেলার গেজেট না পৌঁছানোয় তাদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে।

শপথগ্রহনকারী চেয়ারম্যানদের হাতে গাছের চারা তুলে দিয়ে জেলা প্রশাসক বলেন আপনাদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।একই সাথে ইউনিয়ন পরিষদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। জনগণের মতামতকে কাজে লাগিয়ে তৃণমুল পর্যায় থেকে পরিকল্পনা প্রণয়ণের আহবান জানিয়ে তিনি আরও বলেন জনগনের মধ্যে ডিজিটাল সেবা পৌছে দিতে হবে। প্রত্যেক চেয়ারম্যানকে নিজ নিজ এলাকায় বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে। চলতি মৌসুমে জেলায় কমপক্ষে দেড় লাখ গাছের চারা রোপন করতে হবে বলেও জানান তিনি ।

জেলা প্রশাসক আরও বলেন ‘গ্রামের মানুষের দারিদ্র বিমোচন, নতুন কর্মসংস্থানের সৃষ্টি, জনগণের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় ব্যবস্থা গ্রহন , দুর্যোগ মোকাবেলাসহ সকল বিষয়ের ওপর চেয়ারম্যানদের নজর রাখতে হবে’। এছাড়া সকল ধর্ম ও মতের মানুষের মাঝে সখ্যতা বজায় রাখা এবং তাদের ধমীয় স্বাধীনতা রক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, অবকাঠামোগত উন্নয়ন , বিশেষ করে রাস্তাঘাট সেতু, কালভার্ট নির্মাণ, পয়ঃ নিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি ও কুটির শিল্পের প্রসার, হাঁস মুরগি ও গবাদি পশুপালন, সব শিশুকে স্কুলে পাঠানোর বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনম ময়নুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এএফএম এহতেশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মণ্ডল, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলি, এএসপি মো. আতিকুল হক, সদর, তালা, কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যানগন এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম রায় প্রমুখ।

(আরকে/এএস/মে ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test