E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টংকাবতী-বারআউলিয়া সড়কের ওভারলেপিং কাজের উদ্বোধন

২০১৬ জুন ১১ ১৫:০০:৩৭
টংকাবতী-বারআউলিয়া সড়কের ওভারলেপিং কাজের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি :সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে বান্দরবানের টংকাবতী হয়ে লোহাগাড়া উপজেলার বার আউলিয়া পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার সড়কের ওভারলেপিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে ভিত্তি স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, চরম্বা ইউপি চেয়ারম্যান সাদত উল্লাহ, বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় গন্যমান্যব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এসময় বীর বাহাদুর বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই দেশের আনাচে-কানাচে উন্নয়ন করে যাচ্ছে। বিদেশের কাছে হাত না পেতে দেশের সম্পদ দিয়ে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সরকার। তবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকল সম্প্রদায়ের লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সুশিক্ষার কোন বিকল্প নেই। তাই প্রতিটি পরিবারের শিশুদের বিদ্যালয়গামী করতে হবে। এ সময় তিনি শিক্ষা ও সরকারের উন্নয়ন মুখি নানা ধরনের সফল প্রকল্প নিয়ে খোলামেলা কথা বলেন স্থানীয় লোকজনদের সাথে।

উল্লেখ্য এই সড়কটি মুরুং সম্প্রদায়ের এক সময়ের গুরুত্বপুর্ণ সড়ক ছিল। টংকাবতী ইউনিয়নের অধিকাংশ মুরুং সম্প্রদায়ের লোকজন এই সড়কটি ব্যবহার পন্য ক্রয়-বিক্রয় করতো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুকিপুর্ণ হয়ে পড়েছিল সড়কটি। সাড়ে ১৪ কিলোমিটার সড়কের ওভারলেপিং কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা।



(এএফবি/এস/জুন ১১,২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test