E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়া সীমান্তে ছয়টি সোনার বারসহ এক পাচারকারি আটক

২০১৬ জুন ২৪ ১৫:১৯:০৪
কলারোয়া সীমান্তে ছয়টি সোনার বারসহ এক পাচারকারি আটক

সাতক্ষীরাস প্রতিনিধি :  ভারতে পাচারকালে ছয়টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে এ উদ্ধার ও আটকের ঘটনা ঘটে।

আটককৃত পাচারকারির নাম আফাতাবুজ্জামান (৩৫)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের চারাবাড়ি গ্রামের আবুল মোড়লের ছেলে।

কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বিল্লাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে হাবিলদার বাসারাত হোসেনের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সীামেন্তর সোনই নদীর মজুমদার খাল নামক স্থান থেকে এক মোটর সাইকেল আরোহীকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় জড়িয়ে রাখা ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। ওইড সোনার বার ভারতে পাচার করা ”চ্ছল বরে আটককৃত আফতাবুজ্জামান বিজিবিকে জানায়।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আরমান হোসেন জানান, আটককৃত সোনার ওজন ৬০ ভরি। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মোঃ মাসুদ করিম জানান, এ ঞটন্য়া বিজিবি’র পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।



(আরএনকে/এস/জুন২৪,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test