E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০১৪ জুন ০৮ ১৪:১৬:৪৯
শেরপুরে পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : পরিবেশ বান্ধব খাদ্য নিরাপত্তার জন্য অতন্দ্র জরিপ, পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ বিষয়ে শেরপুরে রবিবার দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে কৃষকদের ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর পোকামাকড়, বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত করা হয় এবং এসব দমন পদ্ধতি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শেরপুর সদর উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর খামারবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। খামারবাড়ীর শস্য সংরক্ষণ বিশেষজ্ঞ কৃষিবিদ ফজলুল করিম সানি ও সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল হামিদ প্রশিক্ষণটি পরিচালনা করেন।

এ প্রশিক্ষণে সদর উপজেলার ৫ টি সার্ভিলেন্স ব্লকের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পোকা দমনের সুইপিং নেট বিতরন করা হয়।

(এসবি/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test