E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলারোয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, আটক ৪

২০১৬ জুলাই ৩০ ১৫:৫৭:০৯
কলারোয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, আটক ৪

সাতক্ষীরা প্রতিনিধি  : আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।  শুক্রবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বহুড়া গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার সঙ্গেড় জড়িত থাকার অভিযোগে পুলিশ  পাঁচজনকে আটক করেছে।

আটকরা হলো মোক্তার আলী (৪২) রবিউল ইসলাম (৩৮) সাহাজান আলী (৩৬) ইয়াছিন আলী (৫১)।আহতদের মধ্যে সাহাজুর রহমান (৩০), নজরুল ইসলাম (৫০) জিয়ারুল (৪৫) নজরুল (৫৮) আনিছুর রহমান (৩৫) আতাউর রহমান (৪০), রবিউল ইসলাম(৩৮) আরিছোন বেগম (৫৩) কে কলারোয়া ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রতাক্ষদর্শীরা জানান, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী স,ম মোর্শেদের সাথে দলীয় স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন অভির বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় আ.লীগ নেতা স,ম মোর্শেদের লোকজন ফারুক হোসেন অভির বাড়িতে হামলা চালায়। রাত আট টার দিকে খবর পেয়ে ফারুক হোসেন অভি লোকজন নিয়ে বাড়িতে আসে। এসময় মোর্শেদের লোকজন ইট পাটকেল ছুড়ে ফের ফারুকের বাড়ি আক্রমন করে ভাংচুর চালায়।

ফারুকের বোন জোহরা খাতুন জানান, সম মোরশেদ একজন সন্ত্রাসী। গত ইউপি নির্বাচলে ভোট ডাকাতি করার সময় পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। বন্দ হয়ে যায় বোলিয়ান পুর ভোট কেন্দ্রের ভোট গ্রহন। এ ঘটনায় মোর্শেদের নামে ইসির নির্দেশে থানায় মামলাও হয়।
তিনি আরো জানান, বাড়ির নারী ও শিশুদের জিম্মি করে মোরর্শেদ ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে রাত ভোর তান্ডব চালায়। তাদের প্রতিহত করতে যেয়ে ১০ জন আহত হয়। ঘটনার সময় মোর্শেদের লোকজন দুটি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে স,ম মোর্শেদ জানান, শুক্রবার বিকালে তিনি একটি জনসভায় বক্তৃতা করে তার কর্মী সমর্থক নিয়ে অন্যাত্র চলে যান। ফারুক হোসেন অভি এলাকার আইন শৃঙ্খলার অবনতি ঘটনানোর জন্য এ ঘটনা ঘটিয়ে তার কর্মীদের দোষারোপ করছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ শফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে। বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেনি। পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় দুই গ্রুপের কর্মীদের আসামী করা হবে।


(আরএনকে/এস/জুলাই ৩০,২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test