E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে নবমীতেও কুমারী পূজা

২০১৬ অক্টোবর ১০ ১৬:৩২:২৫
দুর্গাপুরে নবমীতেও কুমারী পূজা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপূজায় দেশে নবমী তিথিতে একমাত্র কুমারী পূজা অনুষ্ঠিত হয় নেত্রকোণার গারো পাহারী অঞ্চল দুর্গাপুরের কুল্লাগড়ায়।



উপজেলার কুল্লাগড়া এলাকায় রামকৃষ্ণ আশ্রমে আজ সোমবার ১০ অক্টোবর ৮০তম এই কুমারী পূজা সম্পন্ন হয়েছে বলে স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ জানান।

আশ্রম কমিটির সম্পাদক প্রভাত সাহা জানান,স্থানীয় জগবন্ধু সাহা ,দেবেন্দ্র চন্দ্র সাহা , গুরু দয়াল সাহা ও বৈষ্ণব চরণ সাহা দান করা ৫২ একর জমিতে স্বামী সুখাত্মানন্দজী মহারাজ জেলার মেঘালয়ের পাদদেশে কুল্লাগড়ায় রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্টা করেন ১৯৩৬ সালের ২১এপ্রিল ।

প্রতিষ্টাকালীন সময় থেকে মহাধুমধামে দুর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা চালু করেছিলেন স্বামী সুখাত্মানন্দজী মহারাজ। সেই থেকে আশ্রমে নিরবিচ্ছিন্ন ভাবে কুমারী পূজা হয়ে আসছে। অন্য বছরের মত এবারও সোমবার আশ্রমে দুপুরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশের আর কোথাও নবমী তিথিতে কুমারী পূজা হয় না। আশে পাশের কয়েক জেলার হাজার হাজার ভক্তবৃন্দ এই কুমারী পূজা দেখার জন্য সকাল থেকে আশ্রম আঙ্গিনায় উপস্থিত হতে থাকেন পূজা দেখতে।

(এনএস/এএস/অক্টোবর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test