E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কফিন মিছিল

২০১৬ নভেম্বর ২৯ ১৫:০৮:৪৩
রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও কফিন মিছিল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘জাগো বিশ্ব বিবেক, রুখো মায়ানমারে গণহত্যা’ এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে এক বিশাল মানববন্ধন ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে প্রতিকী লাশের সাথে শুয়ে একাত্মতা প্রকাশ করেন সংবাদকর্মী সুপ্রিয় ধর বাচ্চু, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গোবিন্দ মিস্টান্ন ভান্ডারের প্রদীপ ঘোষ, হারুন টি হাউজের হারুন মিয়া, সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, স্বজন আলিমেল হাকিম সাকীব মুনশীসহ অনেকেই।

গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষের সভাপতিত্বে স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন ও উচীদী’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিনিউস্ট পাটি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারী, বাংলা মঞ্চের আহ্বায়ক সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, উপজেলা পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক চন্দন এস, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, পৌর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, সাংগঠনিক সম্পাদক কবি সেলিম আল রাজ, সরকারি কলেজ স্বজনের ভারপ্রাপ্ত সভাপতি রবিন আচার্য্য, রাতের সংসদের সভাপতি মোঃ সামছুল হক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, গৌরীপুরর লেখক সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, এনটিটি শিক্ষা পরিবারের পরিচালক নাজিম উদ্দিন রাতুল, ইমন সরকার রূপম, শিক্ষা সমাধান সেন্টারের পরিচালক তোফাজ্জল হোসেন, স্বজন আলিমেল হাকীম সাকীব মুনশী, শেখ এহসানুল হক সাতিল, মাসুদ মিয়া, তোহিদুল আমিন তুহিন, গোলাম কিবরিয়া, আব্দুস শাকুর, মশিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ হোজাইফা, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি অলি উল্লাহ, বাংলার নেত্র’র প্রতিনিধি আনোয়ার হোসেন শরীফ প্রমুখ। মানববন্ধন শেষে কফিন নিয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

(এসআইএম/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test