E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে মাসব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

২০১৬ ডিসেম্বর ০৮ ১৮:৫৩:৪৫
দুর্গাপুরে মাসব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নিতাই সাহা, দুর্গাপুর : নেত্রকোনা দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বৃহস্পতিবার ইউরোপিয়ন ইউনিয়ন‘র অর্থায়নে, হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ‘র সহায়তায় বেসরকারী উন্নয়ন ও গবেষণা সংস্থা বারসিক এর আয়োজনে শেষ হয়েছে মাসব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘‘প্রবীণদের জন্য চাই প্রত্যাশিত জীবন’’ এই ধারাবাহিকতায় ইউনিয়ন কার্যকরী কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ‘র সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ আলী আসগর, অবসর শিক্ষক আব্দুল ওয়াহেদ, কবি আবুল বাশার, ইউ.পি সদস্য আবুল খায়ের, নাট্যব্যাক্তিত্ব অপুর্ব রাংসা, শিক্ষক পল্টন হাজং, সাংবাদিক নিতাই সরকার প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সমাজে প্রবীণদের শারীরিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরী ও সুখময় জীবনযাপন নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। অভিজ্ঞ প্রবীণদের কাজে লাগানো তথা সমাজে নবীন প্রবীণদের সেতুবন্ধন, ইউনিয়ন পরিষদ সেবা, পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রবীণদের জন্য কি কি সেবা রয়েছে, এ ধরনের কাজে আমরা কিভাবে তাঁহাদের সহায়তা করতে পারি, সে বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, ফেচিয়া জারী দল ও চন্ডিগড় নাটক এর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবীণদের বিভিন্ন পারিবারিক সমস্যা, অবহেলা, স্বাস্থ্যগত সমস্যা, প্রবীণ ভাতা প্রদানে ইউনিয়ন পরিষদের অনিয়ম, অবহেলা সহ জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ ও পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ এ উল্লেখিত বিধির কথা, আলঝেইমারস ও ডিমেনশিয়া রোগ সম্পর্কে উপস্থিত দর্শকদের মাঝে তুলে ধরার ফলে শতশত দর্শক উক্ত বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছে। অনুষ্ঠানে প্রবীণবান্ধব বিভিন্ন ষ্টিকার বিতরণ করা হয়। প্রবীণ ইস্যুতে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার ৬ ইউনিয়নে ২৪টি গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

(এনএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test