E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌতম হত্যার প্রতিবাদে মানববন্ধন অবরোধ সাতক্ষীরায়

২০১৬ ডিসেম্বর ২০ ১৪:৩১:৫৮
গৌতম হত্যার প্রতিবাদে মানববন্ধন অবরোধ সাতক্ষীরায়

সাতক্ষীরা প্রতিনিধি :পুত্র হত্যার বিচার দাবি করেছেন সাতক্ষীরার  কলেজ ছাত্র গৌতম সরকারের শোকার্ত বাবা ইউপি সদস্য গনেশ সরকার । তিনি বলেন গৌতম আপনাদের সন্তান।  
গৌতম হত্যার প্রতিবাদে ও ঘাতকদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায়  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও মাহমুদপুর কলেজ ছাত্রদের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন কালে তিনি এই দাবি জানান।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আয়োজিত দুই ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা শহরের নিউমার্কেট চত্বরে সড়ক অবরোধ করে অবস্থান নেয় । এ সময় তারা গৌতম সরকার হত্যাকারীদের সাথে পুলিশের সখ্যতার অভিযোগ করে সদর থানার ওসি (তদন্ত ) আলমগীর কবির ও উপপরিদর্শক অাসাদুজ্জামানের প্রত্যাহার দাবি করেন। একই সাথে ওসি ফিরোজ হোসেন মোল্লা ও দুই এস আই আবুল কালামকে হত্যা মামলা নিয়ে অর্থ বাণিজ্য থেকে সরে থাকার আহবান জানান।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে হত্যার নৃশংসতার বিবরণ দিয়ে তারা বলেন কয়েকজন আসামীকে গ্রামবাসী ধরে এনে সোপর্দ করার পর পুলিশ তাদের কাছ থেকে তথ্য পেয়েও গৌতম সরকারকে জীবিত অবস্থায় উদ্ধারে ব্যর্থ হয়। একইভাবে হত্যার মূল নায়ক জামশেদকে সাতক্ষীরা থানা থেকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে হত্যায় সহায়তা করেছে পুলিশ। তারা বলেন হত্যার সাথে জড়িত পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলেও অন্যান্য আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশের ভূমিকা যথেষ্ট নয়। পুলিশ এই হত্যা নিয়ে নানা ধরনের লুকোচুরি খেলছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, এসএম শওকত হোসেন,মো. শাহাদাত হোসেন, এড. ওসমান গনি. এড. শাহনাজ পারভিন মিলি, এড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক রঘুনাথ খাঁ, বিশ্বজিত সাধূ,স্বপন কুমার শীল, গোষ্ঠবিহারী মন্ডল, মুক্তিযোদ্ধা হাসান ইমাম, মাধব দত্ত , অসীম চক্রবর্তী, মো. আবু সাঈদ, তাপস আচার্য, নিহতের পিতা গণেশ সরকার প্রমুখ। তারা গনেশ সরকার পরিবারের নিরাপত্তা দাবি করেন।

পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহীদ আলাউদ্দিন চত্বরে যেয়ে শেষ হয়। সেখানে সাতক্ষীরা- যশোর সড়ক অবরোধ করে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দের বিশ্বজিৎ সাধু, স্বপন কুমার শীল, গোষ্ট বিহারী মণ্ডল প্রমুখ।

গত ১৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামের ইউপি সদস্য গনেশ সরকারের ছেলে কলেজ ছাত্র গৌতম সরকারকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার বাড়ির পাশে হত্যা করে শরীরে ইট বেঁধে পুকুরে মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতরা করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।









(আরএনকে/এস/ডিসেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test