E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

২০১৭ জানুয়ারি ০৫ ১০:৩৩:৪৩
গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় বালু বোঝায় ট্রাক খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ট্রাকচালক এবং তিনজন ওই ট্রাকের শ্রমিক।

নিহতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার শ্রী হরেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী সুজন রায় (২৩), একই এলাকার শ্রী অলিন রায়ের ছেলে শ্রী দিলিপ রায় (২২) ও শ্রী রাখাল রায়ের ছেলে শ্রী কাজল রায় (২৪)।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় করম মোল্লা ব্রিকস নামক ইটভাটায় থেকে ওই ভাটার মালিকের ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন তারা।

বুধবার রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ইটভাটায় ফিরছিল ট্রাকটি। এসময় ইটভাটার পাশে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই তিন ট্রাক শ্রমিক নিহত এবং গুরুতর আহত হন ট্রাকচালক। এসময় এক শ্রমিক সাঁতরে উপড়ে উঠে আসে।

পরে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে এবং আহত ট্রাক চালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিন শ্রমিকের মরদেহ বাঘিয়া এলাকায় করম মোল্লা ব্রিকস ইটভাটায় রয়েছে।

ওই ট্রাকের আরেক শ্রমিক সুবল চন্দ্র রায় জানান, ট্রাকচালক এবং ৪ শ্রমিক সবাই ট্রাকের ভেতর চালকের পাশে ঘুমিয়ে ছিলাম। ভাটার পাশে এসে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। আমি কিভাবে যেন ট্রাক থেকে বেরিয়ে আসি। বাকিরা ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেনি। পরে স্থানীরা তাদের উদ্ধার করে।

নিহত সুজন রায়ের চাচা শ্রী সুবাশ রায় জানান, নিহত ট্রাক শ্রমিক তিনজন একই এলাকার। তারা ইটভাটায় থেকে ভাটার মালিক করম মোল্লার ট্রাকে কাজ করতেন। রাতে ইটভাটায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম জানান, সোহেল নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে সরকারি জমিসহ ৫০-৬০ ফুট গভীর গর্ত করে ইটভাটায় মাটি বিক্রি করা হচ্ছে। তারা এভাবে মাটি কাটা বন্ধের দাবি জানান।

(ওএস/এএস/জানুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test