E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের নয়ানী বাজারে পরিত্যাক্ত ভবনের ছাদ ধসে আহত ২

২০১৪ জুন ২৩ ১৬:৫২:৪৫
শেরপুরের নয়ানী বাজারে পরিত্যাক্ত ভবনের ছাদ ধসে আহত ২

শেরপুর প্রতিনিধি : শেরপুর পৌরসভার নয়আনী বাজারের পরিত্যাক্ত তিন তলা পৌর কাঁচাবাজার ভবনের ছাদ ধসে দুই মাংস ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো-আব্দুল মালেক (৪৫) ও হাবিব মিয়া (৩৫)। এদের মধ্যে গুরুতর অবস্থায় হাবিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৩ জুন সোমবার দপুরে এ দুর্ঘটনা ঘটে।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বছর সাভারের রানা প্লাজা ধসের পর শেরপুর পৌরসভা বিভিন্ন পরিত্যাক্ত ভবন চিহ্নিত করে সিলগালা করা হয়। এর মধ্যে অধিক ঝুকিপূর্ণ হিসেবে শহরের নয়আনী বাজারের তিনতলা পৌর কাঁচা বাজার ভবনটি চিহ্নিত সতর্কতামুলক সাইনবোর্ড ঝোলানো হয়। কিন্তু ওই ভবনের তৃতীয় তলায় মসজিদ এবং দ্বিতীয় তলায় প্রায় প্রায় ত্রিশটি দোকান বন্ধ করে সিলগালা করে দেওয়া হলেও নিচের তলায় মাছ-মাংসের প্রায় ৫০টি দোকানের ব্যাবসায়ী বিকল্প জায়গার ব্যবস্থা না পাওয়ায় বাধ্য হয়ে তারা ব্যবসা করে আসছিলেন। কিন্তু পৌর কর্তপক্ষ ওই ভবনে ব্যবসা-বানিজ্য না করার জন্য এবং দোকান-পাঠ সরিয়ে নেওয়ার জন্য নানা রকমের প্রচারনা চালানোর পরও ওইসব মাছ-মাংস ব্যবসায়ীরা জায়গা থেকে সরে যায়নি। ব্যবসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষ বিকল্প জায়গার ব্যবস্থা না করায় আমরা ঝুঁকি নিয়ে ব্যবসা করতে বাধ্য হচ্ছি।

এ ব্যাপারে পৌরসভার মেয়র হুমায়ুন কবির রুমান এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মোখলেছুর রহমান ক্যামেরার জানান, ভবন পরিত্যক্ত ঘোষনা করে প্রয়োজনীয় সকল প্রচারনা এবং ব্যবস্থা গ্রহন করা হলেও ব্যবসায়ীরা ওইসব আইন না মেনে ব্যবসা করে আসছে। সেখানে সতর্কতামুলক সাইনবোর্ডও দেওয়া হয়েছে। তারপরও কিছু ব্যবসায়ী সেখান থেকে সরে যাচ্ছেন না। তারা বলেন, খুব তাড়াতাড়ি ওই পরিত্যক্ত ভবনটি ভাঙ্গার কাজ শুরু করা হবে।
(এইচবি/এএস/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test