E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০ রমজানের মধ্যে বেতন বোনাস প্রদানের দাবি ট্রেড ইউনিয়নের

২০১৭ জুন ১৪ ২১:০৪:০৮
২০ রমজানের মধ্যে বেতন বোনাস প্রদানের দাবি ট্রেড ইউনিয়নের

মোঃ আব্দুল কাইয়ুুম, মৌলভীবাজার : আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে ২০ রমজানের মধ্যে সকল সেক্টরের শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান ও চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যার পর ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া প্রমুখ। সভার শুরুতে গত দুই দিনের অতিবৃষ্টিতে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত দেড়শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারী সকল জনগণের পূণর্বাসন করার দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শ্রমিকের হাড়ভাঙ্গা পরিশ্রমে সৃষ্ট মুনাফায় মালিকরা মহাধুমধামে ঈদের আনন্দ উৎসব উপভোগ করলেও মালিকরা শ্রমিকদের ন্যায্য উৎসব বোনাস প্রদান করতে চান না। সরকার বাংলাদেশ শ্রম বিধি-২০১৫ জারী করার মাধ্যমে সকল শ্রমিকদের উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হলেও এ ব্যাপারে যথাযথ তদারকির ব্যবস্থা নিশ্চিত না করায় প্রতি বছর শ্রমিকদের ঈদ বোনাস ও বেতনের দাবিতে রাস্তায় নামতে হয়। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের আগামী ২০ জুনের মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস প্রদানের নির্দেশ প্রদান করা হলেও শ্রমিকদের প্রেক্ষিতে সরকার উদাসীন। পে-কমিশন ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, বিচারপতি থেকে শুরু করে ইউপি চেয়ারম্যানদের পর্যন্ত বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করা হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি। রমজান, ঈদ ও বাজেট ঘোষণার প্রেক্ষাপটে ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে জনগণের পকেট কাটতে বাজারে চাল, চিনি, ডাল, ছোলাসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে চলছেন। চালের মূল্য বৃদ্ধিতে বিশ্ব রেকর্ড ছাড়িয়েছে। তারউপর সরকারের ঘোষিত বাজেটে ভ্যাট ও করের আওতা ব্যাপকভাবে বৃদ্ধির চাপ পড়বে জনগণের উপর।

সভায় ২০ রমজানের মধ্যে সকল সেক্টরের শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান ও চলতি মাসের বেতন পরিশোধ, ছাঁটাই নির্যাতন বন্ধ, জাতীয় ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমজীবী জনগণের জন্য রেশনিং চালুর দাবি করা হয়।

(একে/এএস/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test