E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলা উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

২০১৪ জুন ২৫ ১৬:৪৬:৩২
নকলা উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ২৫ জুন বুধবার উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে ৬৩ টি ভোট কেন্দ্রের ভোটার তালিকা, ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালটবাক্স ও নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রের পথে রওনা হয়েছেন। আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নকলা উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনী সরঞ্জাম এবং প্রিসাইডিং-পোলিং অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দিতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহায়তা করছে।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দার আলী জানান, নকলা উপজেলার ৯ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৬০৪ জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন স্ট্রাইকিং ফোর্স াহসেবে ৭১ জন সেনা সদস্য, তিন প্লাটুন বিজিবি ও ৩০ জন র‌্যান সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় ৫০০ পুলিশ, ৭৭৬ জন আনসার সদস্য এবং ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান শাহ মো. বুরহান, বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী, আ’লীগের বিদ্রোহী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন ও সাবেক ছাত্র নেতা মনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদ হোসেন বাদশা ও ইউনিয়ন বিএনপি নেতা জহিরুল ইসলাম।
(এইচবি/এএস/জুন ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test