E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশারগঞ্জে স্বাসেপ এর পোষ্টার অবমুক্তকরণ ও মতবিনিময় সভা

২০১৭ আগস্ট ০৯ ১৮:১২:৩৯
কিশারগঞ্জে স্বাসেপ এর পোষ্টার অবমুক্তকরণ ও মতবিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে স্বাসেপ এর উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবসের পোস্টার অবমুক্তকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সির্ভিল সার্জন এর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান সাহেব ১৫ আগষ্টের পোষ্টার অবমুক্ত করে বলেন জাতীয় শোককে শক্তিতে রূপান্তরিত করে সবাইকে নিষ্ঠার সাথে কাজ করে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে হবে। মতবিনিময় সভায় সকল এস.আই ও এস.আই.টি দেরকে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এসআইটিদের পদায়নসহ বিভিন্ন দাবির বিষয় গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর ব্যাপারে সিভিল সার্জন আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেনিটারি ইন্সপেক্টর সংকর চন্দ্র পাল, সেনিটারি ইন্সপেক্টর আবুল কাশেম, কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য (স্বাসেপ) মোঃ দিদারুল আলম (রাসেল), স্বাসেপ কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক মৃত্যুঞ্জয় আইচ মজুমদার, এস.আই.টি মুখলেছুর রহমান, আশরাফ হোসেন ও নাজমুনাহার নাজু প্রমুখ।

(এনআইএম/এএস/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test