E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোদ-বৃষ্টিতে বাহারি ছাতা

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৫:১১:২৫
রোদ-বৃষ্টিতে বাহারি ছাতা

নিউজ ডেস্ক : বর্ষাকাল মানেই ছাতা, আমার সবাই এটাই জানি। অথচ ছাতার আবিষ্কার কিন্তু একেবারেই বৃষ্টি থেকে বাঁচার জন্য তৈরি হয়নি। বরং ছাতার আবিষ্কার হয়েছে রোদ থেকে বাঁচার জন্য। আবহাওয়ার মন মেজাজের ঠিক নেই। এই কড়া রোদ তো কিছুক্ষণ পর ঝমঝমিয়ে বৃষ্টি। কাঠফাটা রোদ আর ঝড়-বৃষ্টি থেকে বাঁচাতে মাথার ওপর ছায়া ও আশ্রয় দুটোই দেয় ছাতা।

আজকাল অনেক ফ্যাশনেবল ছাতা পাওয়া যায়। সারা দেশেই এসব ছাতা আপনি সাধ্যের মধ্যেই পেতে পারেন। এই ছাতা রাখতে ব্যাগে খুব বেশি জায়গাও নেয় না। ঢাকার বিভিন্ন বাজারে ছাতার দরদামে তারতম্য রয়েছে। বাজারে লম্বা, মাঝারি, ছোট আকারের হরেক রঙের ছাতা পাওয়া যায়। আবার ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রঙের কার্টুনের ডিজাইন করা ছোট আকারের ছাতা। মেয়েদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাশনেবল পুঁতি কিংবা জরির কাজ করা ছাতা। আবার বড়দের জন্য রয়েছে মাঝারি আকারের কিংবা লম্বা আকৃতির ছাতা।

ছোটদের জন্য বিভিন্ন রঙের লম্বা ছাতার দাম পড়বে ৩০০-৬৫০ টাকা, মেয়েদের বিভিন্ন ফ্যাশনেবল ছাতার দাম পড়বে ৩৫০-৮০০ টাকা, আছে মাঝারি সাইজের এক রঙা কিংবা চাপা নকশার ছাতা। এর দাম পড়বে ৪০০-৬০০ টাকা। ভাঁজ করা যায় এমন ছাতার দাম পড়বে ৩৫০-৬০০ টাকা।

রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গাউসিয়া মার্কেটসহ দেশের সব জায়গায়ই আপনি সুন্দর ছোট ছাতা পাবেন। এখন ছাতা কেবল প্রয়োজনেই আটকে নেই, এটি ফ্যাশন অনুষঙ্গও। তাই সবার চেয়ে নিজের ছাতাটিকে একটু আলাদা আর ফ্যাশনেবল করে তুললে মন্দ কী। একটু বুদ্ধি করে আপনিই সাধারণ ছাতাটিকে বানিয়ে ফেলতে পারেন বাহারি আর ব্যতিক্রমী। ঝটপট শিখে নেওয়া যাক-
লেসওয়ালা ছাতা

ছাতার রঙের সঙ্গে মিলিয়ে লেস কিনে ফেলুন। তারপর ছাতার চারপাশে, হাতলে লাগিয়ে নিন। করতে পারেন পছন্দমতো ডিজাইন। লেস সেলাই করে লাগাতে ঝামেলা মনে হলে নো স্টিচ গাম দিয়ে লাগিয়ে নিন। তবে সে ছাতা রোদে ব্যবহার করুন। বৃষ্টিতে ব্যবহার করতে চাইলে ছাতায় হালকা কিন্তু শক্ত লেসের সিম্পল ডিজাইন রাখুন। আর অবশ্যই লেস সেলাই করে লাগাবেন।
স্টিকার বা অর্নামেন্টস

দারুণ গর্জিয়াস আইডিয়া। ছাতার ওপর নো স্টিচ গাম দিয়ে মানানসই স্টিকার, ডলার, চুমকি, পাথর ও নানা অর্নামেন্টসজুড়ে দিতে পারেন।
সাধারণ কিন্তু ভিন্ন

এতকিছু করার সময় নেই, কিন্তু ব্যতিক্রম চাই-ই। ফেদার বা তুলার বল ঝোলানো কিছু লেস পাওয়া যায়। মনমতো কিনে ছাতার চারপাশে লাগিয়ে দিন। বলগুলোর মধ্যে দু’একটা করে ছোট্ট ঝুমঝুমি লাগিয়ে দিন। মৃদু বাতাসে আপনার ছাতাও ছন্দ তুলবে।

মডেল : রুবিনা

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test