E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বই পড়ুয়ারা ভাল প্রেমী

২০১৪ জুলাই ১৯ ১২:৫৪:৩৬
বই পড়ুয়ারা ভাল প্রেমী

ডেস্ক রিপোর্ট : বই পড়ুয়ারা ভাল প্রেমী। যারা নিয়মিত বই পড়েন, তাদের মধ্যে বেশ কিছু গুণাবলী দেখা যায়। এর মধ্যে অন্যতম হল ভালবাসার শক্তি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের গবেষক অ্যান ই ক্যানিংহাম জানিয়েছেন, বই পড়লে তরুণ পাঠকদের আবেগগত বুদ্ধিমত্তা ভাষার মাধ্যমে বিকশিত হয়। এর সাহায্যে তাদের যোগাযোগ দক্ষতা বাড়ে ও প্রেম জীবনে তার ইতিবাচক প্রভাব পড়ে।

যারা সাহিত্য পড়েন, তারা বন্ধুদের সঙ্গে খুব ভালভাবে মিশতে পারেন। তারা অন্য মানুষের সঙ্গেও বিচক্ষণভাবে যোগাযোগ বাড়াতে পারেন।

গবেষকেরা বলছেন, ‘যে ধরনের সাহিত্যে মানুষের জীবনের সংবেদনশীলতার দীর্ঘ প্রকাশ রয়েছে তা মানুষকে সাহিত্যের চরিত্রের অবস্থানে দাঁড় করায়। এতে অন্য মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গে সহজেই পরিচিত হওয়া যায়। বাস্তব জীবনেও এর ছোঁয়া পাওয়া যায়।

ফলে বাস্তব জীবনেও সাহিত্যের পাঠকরা ভালবাসতে অনেক বেশি দক্ষ হন।

গবেষকরা জানান, সাধারণ মানুষের তুলনায় যারা সাহিত্য পড়েন তারা মানুষের অনুভূতি ও মনের ভাব অনেক তাড়াতাড়ি বুঝতে পারেন। এটি অবশ্যই তাদের জীবনে ভালবাসার ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। সূত্র : ওয়েবসাইট

(ওএস/এইচআর/জুলাই ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test