E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পরকীয়া থেকে বাঁচার সাত উপায়

২০১৪ জুলাই ৩০ ১৩:২৫:০২
পরকীয়া থেকে বাঁচার সাত উপায়

নিউজ ডেস্ক : মানুষ খুব বৈচিত্র্যময় প্রাণী। মানুষ তার বৈচিত্র্যের মতো প্রতিনিয়ত বৈচিত্র্য খোঁজে জীবনে। স্বামী-স্ত্রী দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে স্বভাবতই জীবনে একঘেয়েমি চলে আসে। স্বামী-স্ত্রীর মধ্যেও দীর্ঘদিনের সম্পর্কে নতুনত্ব থাকে না। কারণ তারা একে অপরের সব কিছুই জানেন।

মানুষের মন সবসময়ই নিত্য নতুন কিছু চায়। সে কারণেই অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে যে ভালোবাসা থাকে না তা কিন্তু নয়, তবে সম্পর্কের উত্তেজনা কমে যায়। যদি এমন সমস্যার শিকার হন কেউ তবে পাঁচটি উপায়ে নিয়ে আসতে পারেন নতুনের ছোঁয়া। সম্পর্ক আবার চাঙ্গা করতে দুজনে কোনো কাজ একসঙ্গে করতে পারেন বা শিখতে পারেন। প্রতিদিন নতুন কাজগুলো একসঙ্গে করুন। যেমন একসঙ্গে কোনো কিছু শেখা বা কোন কোর্সে ভর্তি হওয়া। এতে আপনাদের সময় ভালোভাবে কাটবে ও কাজের গতিতে নতুনত্ব আসবে। এর পাশাপাশি পুরনো অনুভূতি আবার ফিরে পাবেন, যা নতুন করে সম্পর্ক তৈরি করার উত্তেজনা যোগাবে।

১. সম্পর্কে উত্তেজনা আনতে চাইলে দূরে কোথাও বেরিয়ে পড়ুন। চলে যেতে পারেন একেবারে পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে। লম্বা একটি ছুটি কাটালে আবার নতুন করে ভালোবাসা অনুভব করতে পারবেন। এতে সম্পর্কে উষ্ণতার ছোঁয়া আসতে বাধ্য।

২. একই মানুষজনের মধ্যে ঘোরাফেরা করতে করতেও মানুষের চিন্তা-ভাবনা এক জায়গায় থমকে যেতে পারে। এ থেকে সম্পর্কে একঘেয়েমি আসতে পারে।

৩. তাই নতুন বন্ধু তৈরি করুন। নতুন মুখ, নতুন ভাবনা চিন্তার মধ্যে আসলে আপনাদের মনেও নতুন ভাবনা, নতুন অনুভূত হবে। এতে আপনাদের দুজনের সম্পর্কের একঘেয়েমিও দূর হয়ে যাবে।

৪. একসঙ্গে থাকতে থাকতে যেমন ভালোবাসায় ভাটা পড়তে পারে তেমনই দূরত্ব ভালোবাসাকে তীব্র করতে বাধ্য করে। তাই সম্পর্কেও যদি একঘেয়েমি বাসা বেঁধে থাকে তবে কিছুদিন একে অপরের থেকে দূরে থাকুন।

৫. এতে ইতিবাচক ফল মিলতে বাধ্য। বেশ কিছুদিন পর যখন আপনারা ফের একে অপরের কাছাকাছি আসবেন তখন সম্পর্কে নতুন টান অনুভব করবেন। ফলে ভালোবাসা নুতন রূপে ধরা দেবে।

৬. সম্পর্কে নতুন ছোঁয়া পেতে রোমান্টিক বই বা গল্প পড়তে পারেন এবং সেগুলো নিয়ে মনের মানুষের সঙ্গে আলোচনাও করতে পারেন। এমনিতেই যেকোন সাহিত্য মন বদলের ক্ষমতা রাখে।

৭. আমরা যখনই কোনো গল্প বা উপন্যাস পড়ি তখন সেই গল্পের নায়ক বা নায়িকা হয়ে ওঠার চেষ্টা করি। তাই আপনার একঘেয়ে জীবনে এগুলোর প্রয়োগ করলে আপনি আগের চেয়েও বেশি রোমান্টিক হয়ে উঠতে পারবেন। এতে আপনার সঙ্গীকেও ভালোবাসবেন গল্পের নায়ক বা নায়িকার মতোই। ফলে সম্পর্কে নতুনত্ব আসতে বাধ্য।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test