E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে কাজ কখনোই করেনা প্রকৃত বন্ধু

২০১৪ সেপ্টেম্বর ২০ ১২:৫৯:৫৮
যে কাজ কখনোই করেনা প্রকৃত বন্ধু

ডেস্ক রিপোর্ট : আপনার চারপাশে বন্ধু বলে দাবি করার মত বহু মানুষ আছে। কিন্তু তারা কি সত্যিকারের বন্ধু? ভেবে দেখুন। প্রকৃত বন্ধুরা অন্যদের মতো হবে না তারা একটু হলেও আলাদা। তারা কয়েকটি বিষয় এড়িয়ে চলবে, যা থেকে জানা যাবে তাদের বন্ধুত্বের স্বরূপ। এ লেখাটি পড়ে নির্ণয় করুন পরিচিতদের মাঝে আপনার প্রকৃত বন্ধু কে?

গোপনে কথা রটানো : সত্যিকার বন্ধুরা যে কাজগুলো করে না, তার মধ্যে অন্যতম হলো বন্ধুর অবর্তমানে তার সম্বন্ধে কথা রটানো। এছাড়াও তারা ব্যক্তিগত আক্রমণও এড়িয়ে চলে। সত্যিকারের বন্ধুরা কখনোই চাইবে না আপনাদের বন্ধুত্বের মাঝে এসে জড়িয়ে পড়ুক অপ্রয়োজনীয় ঘটনা। এ কারণে আপনার পরিচিত কেউ যদি আপনার সম্বন্ধে মিথ্যা রটায় তাহলে বুঝে নেবেন, সে সত্যিকার বন্ধু নয়।

অপ্রয়োজনীয় ঝগড়া : সত্যিকার বন্ধুরা জানে, বন্ধুত্বের মাঝে সমস্যা তৈরি করতে পারে অপ্রয়োজনীয় ঝগড়া। আর এটি কখনোই ইতিবাচক হয় না। তাই সত্যিকার বন্ধুরা এ বিষয়টি নিয়ে মাথা ঘামায় না। তারা যদি কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে একমত না হয় তাহলে তা সরাসরি খুলে বলে।

জীবনের লক্ষ্য অর্জনে বাধা : সত্যিকার বন্ধু কখনোই আপনার লক্ষ্য অর্জনে বাধাস্বরূপ কাজ করবে না। বরং আপনার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে পাশেই পাবেন আপনার প্রকৃত বন্ধুকে। আপনার স্বপ্ন যেন সফল হয়, সে কামনাই করবে প্রকৃত বন্ধু।

নিচু দৃষ্টিতে দেখা : প্রকৃত বন্ধু আপনাকে তার তুলনায় নিচু দৃষ্টিতে দেখে না। অতীতে আপনি কত ভুল করেছেন, সত্যিকার বন্ধুত্বের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলে না। আপনার সবধরনের আচরণকে সে সম্মান করবে এবং আপনি যা, তাকেই ভালোবাসে প্রকৃত বন্ধু। আপনার সব অবস্থাকে মেনে নিয়েই বন্ধুত্ব করতে এগিয়ে আসে।

বিরুপ পরিস্থিতিতে বন্ধুকে ত্যাগ করা : প্রকৃত বন্ধু সামাজিক কিংবা অর্থনৈতিক যেকোনো পরিস্থিতিতেই আপনাকে কখনোই ত্যাগ করবে না। পরিস্থিতি যতই বিরুপ হোক, সে আপনার পাশেই থাকবে।

আপনার সাফল্যে ঈর্ষান্বিত : সত্যিকার বন্ধু কখনোই আপনার সাফল্যে ঈর্ষান্বিত হবে না। তার বদলে সে আপনার সাফল্যে গর্বিত ও খুশি হবে। আরও সফল হওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে।

অন্যের সঙ্গে তুলনা : সত্যিকার বন্ধু ক্রমাগত অন্যের সঙ্গে তুলনা করে আপনাকে পরিবর্তনের চেষ্টা করবে না। সত্যিকার বন্ধু জানে কেউই শতভাগ নিখুঁত নয়। আর তাই অন্য কারো মতো হতে চাপ দেবে না আপনার বন্ধু।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test