E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে অভ্যাস থাকলে আপনার প্রেম করাই ভালো!

২০১৪ অক্টোবর ০২ ০৮:৫৬:০২
যে অভ্যাস থাকলে আপনার প্রেম করাই ভালো!

নিউজ ডেস্ক : মানুষের ভালোবাসার সম্পর্কে জড়ানোর পেছনে অনেক কারণ থাকে। মানুষ যখন কারো প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ করেন, নিজেকে একলা ভাবতে থাকেন, কারো ভালোবাসা মাখা আদরের অভাব অনুভব করেন অথবা নিজের মানসিক কষ্ট দূর করার জন্য কাউকে খোঁজেন, তখনই তিনি একটি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যান। বলতে গেলে, নিজের সুখ এবং মানসিক প্রশান্তির জন্যই ভালোবাসার সম্পর্কে জড়ানো হয়।

কিন্তু এই কারণটি একেবারেই অমূলক হয়ে পড়বে যদি আপনার মধ্যে কিছু অভ্যাস থেকে থাকে। এই অভ্যাসগুলোর কারণে আপনি মানসিক অশান্তিতে থাকবেন এবং ভালোবাসার সম্পর্কে থাকলেও সুখ খুঁজে পাবেন না। বরং নিজের সঙ্গীকেই অশান্তিতে রাখবেন।

আপনি সবসময় পারফেক্ট জিনিস খোঁজেন
সব সময় পারফেক্ট জিনিসের খোঁজ আপনার মনকে পুরোপুরি অশান্ত রাখবে। আপনি যার সাথে সম্পর্কে আছেন তার সাথে সুখে তো থাকতেই পারবেন না বরং তার চাইতেও বেশি পারফেক্ট কিছু খোঁজার পেছনে সময় নষ্ট করে সঙ্গীকে কষ্ট দিতে থাকবেন। তাই এই অবস্থায় সম্পর্কে জড়াবেন না।

আপনার মধ্যে পরনির্ভরশীলতা রয়েছে
আপনি যদি অনেক বেশি পরনির্ভরশীল হয়ে থাকেন তবে আপনার নিজের ভালোর জন্যই সম্পর্কে জড়ানো একেবারেই উচিৎ নয়। কারণ আপনি সম্পর্কে জড়িয়ে গেলে সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন। এবং যদি কোনো কারণে সম্পর্ক না টেকে তবে আপনি একেবারেই ভেঙে পড়বেন। তাই সম্পর্কে জড়ানোর আগে পরনির্ভরশীলতা কমান।

আপনার ভুল সঙ্গী নির্বাচনের প্রবণতা আছে
আপনি যদি আগেও দু-একবার ভুল সঙ্গী নির্বাচন করে থাকেন তবে আপনার সে পথে আর না হাঁটাই ভালো। এর কারণ কারণ, আপনি নিজের জন্য কেমন সঙ্গীর প্রয়োজন সে ব্যাপারে একেবারেই আনাড়ি। তাই আর ভুল করার প্রয়োজন নেই।

আপনার মধ্যে সম্পর্কে জড়ানো নিয়ে দ্বিধা রয়েছে
সম্পর্কে জড়ানো ঠিক হবে কি হবে না এই নিয়ে মনে বিন্দুমাত্র দ্বিধাবোধ থাকলে সম্পর্কে না যাওয়াই ভালো। কারণ মনে দ্বিধা নিয়ে সম্পর্কে জড়ানো একেবারেই উচিৎ না। আপনি সঙ্গীকে নিয়ে সব সময় দ্বিধাবোধ করতে থাকবেন। আপনার নিজের যেমন অশান্তি লাগবে সঙ্গীরও ঠিক একই রকম বিরক্তি লাগবে। সুতরাং প্রথমে দ্বিধা দূর করার চেষ্টা করে নিন।

আপনার আগের সম্পর্ক ভুলে যাওয়ার ইচ্ছে নেই
আপনার যদি পূর্বের সম্পর্ক ভুলে থাকার ইচ্ছে না থাকে তবে আপনার সম্পর্কে জড়ানোর চিন্তা না করাই ভালো। কারণ আপনি সব সময় বর্তমান সম্পর্ককে পূর্বের সম্পর্কের সাথে তুলনা করে নিজে মনোকষ্টে ভুগবেন এবং বর্তমানের সঙ্গীকেও কষ্ট দিতে থাকবেন।

আপনি কার সাথে সম্পর্কে জড়াবেন তা বুঝে উঠতে পাড়ছেন না
অনেকেই আছেন যারা সম্পর্কে জড়ানোর আগে কার সাথে সম্পর্কে যাবেন তা নিয়ে চিন্তা করতে থাকেন। হতে পারে আপনার সাথে দুই বা তার অধিক মানুষের একই অনুভূতি মুলক কথা হয়ে থাকে। কিন্তু সম্পর্কে জড়ানোর সময় যদি আপনি এই সকল মানুষ সবাইকে নিয়ে কনফিউজ থাকেন তাহলে দয়া করে সম্পর্কে যাবেন না। কারণ আপনি একজনের সাথে সম্পর্কে জড়িয়ে ভাবতে থাকবেন অন্যজনের সাথে সম্পর্কে থাকলে বেশি সুখি হতেন।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test