E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বকীয় বৈশিষ্ট্যে রিমিসা বুটিকস এর ""Style Over"

২০১৪ অক্টোবর ১৯ ১৪:২৯:৩৭
স্বকীয় বৈশিষ্ট্যে রিমিসা বুটিকস এর

নিউজ ডেস্ক : বেশি দিনের কথা নয় মাত্র এক বছর হতে চলল ফ্যাশন হাউস রিমিসা বুটিকস এর ব্রান্ড Style Over এর পথ চলা। এরই মধ্যে Style Over জায়গা করে নিয়েছে তরুণ প্রজন্মের হৃদয়ে।

আধুনিক রুচিসম্মত ডিজাইন, উন্নত কাপড়, ভালো সেলাই, নজড় কেড়েছে সবার। ২০১৩সালে নিজেদের পরিশ্রম ও মেধা দিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশীয় পোশাকের বাজার সমৃদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রামে যাত্রা শুরু হয় Style Over এর। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্ণধার চট্টগ্রামের তরুণ ফ্যাশন ডিজাইনার তানভির সোহেল।

পোশাকের মূল ডিজাইনার আরেক প্রতিভাবান তরুণ ফ্যাশন ডিজাইনার আরিফা বিনতে বাশার। আরিফা বিনতে বাশার ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান এন.আই.এফ.টি থেকে ফ্যাশন ডিজাইনের উপর সফলতার সাথে বিশেষ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। চট্টগ্রামের কাজীর দেউড়ীর অভিজান বিপনী ভিআইপি টাওয়ারের ২য় তলায় ২৭১নং দোকানে চলছে Style Over এর কার্যক্রম। শাখা বেশি না থাকলেও ক্রেতাদের ভালো সাড়া পান। বিদেশে রপ্তানি না হলেও অনেকে বিদেশে থাকা নিজের আত্মীয়-স্বজনের জন্য অনেক পোশাক এখান থেকে কিনে নিয়ে যান বিভিন্ন দেশে। পরবর্তীতে চট্টগ্রাম ও ঢাকায় Style Over এর আরো শাখা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান তরুণ উদ্দ্যোক্তা তানভির সোহেল। ছোট পরিসরে হলেও অর্ডারে কিংবা রেডিমেড সব ধরনের রুচিশীল পোশাক এখানে পাওয়া যায়।

যেমন- ছেলেদের পাঞ্জাবী, ফতুয়া, মেয়েদের সেলোয়ার কামিজ, শাড়ি, ফতুয়া, গ্রাউন। ঈদ, পূজা, পহেলা বৈশাখে বেশিরভাগ পোশাক বিক্রি হলেও ১৬ই ডিসেম্বর, ২৬মার্চ, ২১শে ফেব্র“য়ারী সহ বিভিন্ন সময়েও নানা ডিজাইনের পোশাক ভালো বিক্রি হয়। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে ভালো ফ্যাশন হাউস ও রুচিশীল পণ্য উপহার দিতে সক্ষম হবে বলে জানান চট্টগ্রামের সম্ভাবনাময়ী দুই তরুণ উদ্যোক্তা তানভির সোহেল ও আরিফা বিনতে বাশার।

(এসএস/এটিআর/অক্টোবর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test