E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

সম্পর্ক টিকিয়ে রাখতে ভালবাসা জাহির করুন

২০১৪ অক্টোবর ৩০ ২১:০১:৫২
সম্পর্ক টিকিয়ে রাখতে ভালবাসা জাহির করুন 
 
 

নিউজ ডেস্ক : কথায় আছে, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়৷ কিন্তু একটা কথা মানতেই হবে যে, প্রেমে পড়া যতটা না সহজ প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখা ততটাই কঠিন৷ অর্থাৎ প্রেমে পড়া বা কারোর প্রতি আকর্ষিত হওয়া খুবই সহজ কিন্তু অনেক সময় মানুষ আকর্ষণকেই ভালবাসা ভেবে ভুল করেন৷ আসলে কারোর প্রতি আকর্ষণ নেহাতই কিছুদিন তারপরেই প্রেমের ভুত মাথা থেকে নেমে যায়৷ কিন্তু সত্যিকারের ভালবাসা সময়ের সঙ্গে আরও গভীর হয় এবং জীবনে একটা অন্য মাত্রা এনে দেয়৷

কোন রোমান্টিক ফিল্ম দেখার পর গল্প পড়ার পর আমরা বেশিরভাগ সময়েই গল্পের চরিত্রের চারপাশেই ঘুরে বেড়াই৷ কিন্তু সত্যিকারের জীবনে সম্পর্ক টিকিয়ে রাখা ততটাও সহজ নয়৷ ভালবাসার জন্য দুই তরফের স্বীকৃতীই প্রয়োজন৷ যখনই দুজন একই সূত্রে গাঁথা পড়েন তখনই আকর্ষণ ধীরে ধীরে কমতে শুরু করে৷ আর সেখান থেকেই প্রকৃত সম্পর্কের সূত্রপাত হয়৷

ঠিক যেভাবে ছোট চারাগাছ জল, হওয়া পেয়ে বড় হয় সেভাবেই কোন সম্পর্কের মাঝে ভালবাসা থাকাটা জুরুরী৷ ভালবাসা দুটি মানুষের শারীরিকই নয় মানসিক মিলনও বটে৷ এটা আপনিও নিশ্চয়ই মানেন যে কোন সম্পর্ক মন থেকে না হলে সেটা পরবর্তিতে বোঝা বলে মনে হয়৷ এই ধরণের সম্পর্ক সারাজীবন শুধু বয়েই বেড়াতে হয় মানুষকে৷

কথায় বলে ভালবাসা ভাগ করে নিলে তা বেড়ে যায়৷ সেক্ষেত্রে সম্পর্ক অন্তরঙ্গ হলে সেখানে সবটা খোলামেলা থাকাটাই ভাল৷ এই সম্পর্কে মনের সব কথাই একে অপরের মধ্যে ভাগ করে নেওয়া উচিত, তা সে মনের খুশিই হোক বা দুঃখ৷ একে অপরের কাজে হাত লাগানো কিন্তু ভালবাসার সম্পর্কে আঠার মতো কাজ করে৷

ভাল হয়ত বাসেন কিন্তু মুশকিল সময়ে তার সঙ্গে থাকতে পারেন না তবে এখনই নিজেকে সামলে নিন৷ ভালবাসা এমন হওয়া উচিত যাতে আঘাত একজন পেলে ব্যথা অপরজনের অনুভব হয়৷ সত্যিকারের ভালবাসায় সব মুশকিলে যেমন নিজের সঙ্গীর সঙ্গে থাকাটা প্রয়োজন তেমনই তাকে সেই সমস্যা থেকে বের করে আনাটাও আপনার দায়িত্ব এবং অবশ্যই কর্তব্য৷

আপনি যদি চান আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা বজায় থাকে তবে একে অপরের ছোট ছোট ভাললাগা গুলোকে অদেখা করবেন না৷ সম্পর্ক টিকিয়ে রাখতে যে শুধুমাত্র শারীরিক সম্পর্কই প্রয়োজন এমনটা কিন্তু নয়৷ একে অপরের আরও কাছে আসতে নিজেরে জীবনে ছোট ছোট ঘটনা গুলোও একে অপরের সঙ্গে শেয়ার করুন৷

ভালবাসার সম্পর্ক ভীষই ঠুনকো হয়৷ তাই এটিকে টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই৷ তাই সঙ্গীকে ভালবাসার পাশাপাশি নিজের ভালবাসা জাহির করতেও শিখুন৷ মুখে ভালবাসি না বললেও এমন কিছু করুন যাতে আপনার সঙ্গী আপনার প্রতি সেই আকর্ষণ কখনও না হারিয়ে ফেলেন৷

(ওএস/অ/অক্টোবর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test