E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাফলারের যত স্টাইল

২০১৪ ডিসেম্বর ২২ ২০:২৩:০৬
মাফলারের যত স্টাইল

নিউজ ডেস্ক : যেকোনো পোশাকের সঙ্গে স্টাইলিশ মাফলার শীতের অন্যতম অনুষঙ্গ। শুধু তরুণ নয়, বৃদ্ধরাও শীত নিবারণে মাফলারকে বেছে নেন নির্ভরশীল সঙ্গী হিসেবে। নগরীর ফ্যাশন হাউজগুলো থেকে শুরু করে ফুটপাতেও মিলবে রঙে ঢঙে দৃষ্টি নন্দন মাফলার। তাই স্টাইল করুন ইচ্ছামতো…

বাজারে অনেক রকম মাফলার পাওয়া যায়। মেয়েদের মাফলারগুলো একটু শর্ট হয়। ভারী শীতে ব্যবহার করার জন্য উলের মাফলারগুলো উপযোগী। উলের নেট নকশার মধ্যে বিভিন্ন রঙের মাফলার পাওয়া যায়। এসব মাফলার ছেলেমেয়ে সবাই ব্যবহার করতে পারবে। হাতে বোনা এবং চিকন উলের চেক মাফলার পাবেন ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে। দেশি মাফলারগুলো পাবেন ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। এ ছাড়া স্টাইলিশ মাফলারগুলোর বেশিরভাগ আমদানি করা। স্টাইলিশ মাফলারগুলোর বেশিরভাগ চায়না, ব্যাংককসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা। এসব মাফলার পাবেন ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে। ছেলেদের শর্ট মাফলার পাবেন ৫০০ টাকার মধ্যে।

বাজারে এন্ডি কটন, পশমি মাফলারসহ আরও অনেক রকম চেক মাফলার পাওয়া যাচ্ছে। বুটিক শপে পাওয়া যাবে ব্লকের সঙ্গে হাতের কাজের মাফলার। এসব মাফলার পোশাকের সঙ্গে মিলিয়ে পাওয়া যাবে। পাতলা এবং ভারী দুই ধরনের এসব মাফলার পাবেন ২০০ থেকে ১ হাজার টাকার মধ্যে। কিছু মাফলার ছেলেমেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন। তাই আপনার ফ্যাশন অনুযায়ী বেছে নিতে পারেন পছন্দের মাফলারটি।

(ওএস/অ/ডিসেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test