E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরুষের জন্য সুন্দর ১৩টি উপহার

২০১৪ ডিসেম্বর ২২ ২১:০৪:২০
পুরুষের জন্য সুন্দর ১৩টি উপহার

নিউজ ডেস্ক : বন্ধুকে কী উপহার দেবেন, তা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। দোকানে বহু জিনিস থাকলেও তা থেকে কোনটি উপহার হিসেবে দেওয়া যায়, তা ঠিক করতে পারেন না অনেকেই। আর এ সমস্যা দূর করতে এ লেখায় থাকছে কয়েকটি উপহার আইডিয়া। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. জিম ব্যাগ
ব্যায়াম করার জন্য বা জিমে যাওয়ার জন্য প্রত্যেক পুরুষেরই প্রয়োজন একটি জিম ব্যাগ। এ ব্যাগে রাখা প্রয়োজন ব্যায়ামের বিভিন্ন উপকরণ ও পোশাক।

২. চুল-দাড়ি কাটার সরঞ্জাম
চুল ও দাড়ি কাটার জন্য পুরুষের প্রয়োজন হয় বেশ কিছু সরঞ্জামের। সব পুরুষ আবার এসব পণ্য কেমন কেনা উচিত তার কোনো কুলকিনারা খুঁজে পান না। তাই এ ক্ষেত্রে উপহার বেশ কাজে লাগে।

৩. ব্লুটুথ ট্র্যাকিং ট্যাগ
চাবি কিংবা অনুরুপ জিনিস অনেক পুরুষই ঘন ঘন হারিয়ে ফেলে। তাদের এ হারানো ঠেকাতে উপহার দিতে পারেন ব্লুটুথ ট্র্যাকিং ট্যাগ। অনলাইনে কিংবা অনেক দোকানেও এমন জিনিস পাওয়া যায়। এগুলো ডিভাইস সংযুক্ত চাবির রিং হারিয়ে গেলে তা স্মার্টফোনের অ্যাপের সাহায্যে সহজেই খুঁজে পাওয়া যায়।

৪. সুগন্ধি মোমবাতি
মোমবাতি শুধু আলোই আনে না, তা জ্বালিয়ে বাড়ির দুর্গন্ধও দূর করা যায়। আর এমন মোমবাতি উপহার দিলে তা বিদ্যুৎ চলে যাওয়ার সময় কাজেও লাগতে পারে।

৫. সুন্দর মোজা
সাধারণ মোজা সবারই আছে। কিন্তু তরুণরা চায় বাড়তি কিছু। এ জন্য ভালো একটা উপহার হতে পারে দারুণ মোজা।

৬. টোস্টার
যারা সকালের নাস্তা খেতে সমস্যায় পড়েন, তাদের জন্য একটি দারুণ উপহার হতে পারে টোস্টার। পাউরুটি টোস্টার মেশিনে দিয়ে সহজেই টোস্ট করা সম্ভব। আর এতে সকালের নাস্তা সমস্যারও আংশিক সমাধান হতে পারে।

৭. অসাধারণ হেডফোন
অন্যকে বিরক্ত না করে গান শুনতে হেডফোন বা ইয়ারফোনের বিকল্প নেই। আর ভালো সাউন্ড কোয়ালিটির জন্য দামি হেডফোন কেনার বিকল্প নেই। তাই মানসম্মত একটি হেডফোন হতে পারে আপনার উপহার।

৮. নকশা করা গ্লাস বা ছবিযুক্ত মগ
উপহার হিসেবে গ্লাস বা মগের তুলনা হয় না। এ জিনিসটা মানুষ প্রচুর ব্যবহার করে। ফলে যতবার সে কোনো পানীয় পান করবে ততবার আপনার জিনিসটাই ব্যবহৃত হবে।

৯. স্মার্টফোন লেন্স
স্মার্টফোনের ক্যামেরার জন্য এখন লেন্সও পাওয়া যায়। এসব লেন্স ব্যবহার করে আগের তুলনায় সুন্দর ছবি তোলাও সম্ভব। আর কেনার আগে এ লেন্সগুলো তার স্মার্টফোনের মডেলের সঙ্গে কাজ করবে কি না, তা জেনে নিন।

১০. শু শাইনার
জুতা চকচকে রাখার জন্য প্রয়োজন হয় শু শাইনার। আর প্রফেশনাল কাজে চকচকে জুতা রাখা অনেকেরই দরকার হয়। এ ক্ষেত্রে শু শাইনার হতে পারে একটি প্রয়োজনীয় উপহার।
পুরুষের জন্য সুন্দর ১৩টি উপহার

১১. কুকিং অ্যাপ্রন
রান্না করতে যারা ভালোবাসেন তাদের জন্য এটি একটি অন্যতম প্রয়োজনীয় জিনিস। অ্যাপ্রন পরে রান্না করলে তা কাপড় ময়লা হওয়ার হাত থেকে রক্ষা করে। আর এটি অনেকেই কিনতে ইতস্তত করেন।

১২. টাই র‌্যাক
টাই, বেল্ট বা স্কার্ফ অনেক পুরুষই এলোমেলো করে ফেলেন। তাদের এ জিনিসগুলো গুছিয়ে রাখতে উপহার দিতে পারেন টাই র‌্যাক।
পুরুষের জন্য সুন্দর ১৩টি উপহার

১৩. মানিব্যাগ বা ওয়ালেট
টাকা-পয়সা গুছিয়ে রাখার জন্য মানিব্যাগের বিকল্প নেই। আর এ কাজে সহায়তা করতেই আপনি উপহার দিতে পারেন মানিব্যাগ।

(ওএস/অ/ডিসেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test