E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভ্যালেন্টাইন ডে–তে মুভি দেখুন ঘরে বসে

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:১১:২৮
ভ্যালেন্টাইন ডে–তে মুভি দেখুন ঘরে বসে

নিউজ ডেস্ক : এই ভ্যালেন্টাইন ডে –তে মাল্টিপ্লেক্স নয় ঘরে বসে আপনার সঙ্গীটির সঙ্গে একান্তে দেখুন সিনেমা । লাভবার্ডসদের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি অনলাইনে মুক্তি পেতে চলেছে পাঁচটি সিনেমা । যা আপনি ফেসবুক বা ইউটিউবে দেখতে পাবেন । উদ্যোক্তা ‘টেরিবলি টাইনি টেল’ সংস্থা ।

রাত পোহালেই কাল ভ্যালেন্টাইন ডে । একসঙ্গে ঘুরতে যাওয়া, খাবার খাওয়া, সিনেমা দেখা কত প্ল্যান মাথায় গিজগিজ করছে । কিন্তু ঘড়ির কাটা এইদিন যেন বড্ড বেশি তাড়াতাড়ি চলে, কোন না কোন একটি পরিকল্পনা বাদ থেকেই যায় । আর সময়েরই বা কি দোষ । এক সিনেমা দেখতে গেলেই তো কেটে যায় প্রায় তিন ঘন্টা ।

তারপর হাতে যায় সময় থাকে তাতে লাঞ্চ বা ডিনার সেরে বাড়ির পথে পা । তাই একসঙ্গে সময় কাটানোটাই হয়ে ওঠে না শেষমেশ । সে কারণে প্রেমিক-প্রেমিকাদের কথা মাথায় রেখে পাঁচ মিনিটের সিনেমা তৈরি করেছেন ‘টেরিবলি টাইনি টেল’ সংস্থা । যার ফলে সিনেমা দেখেও বেচে থাকবে আপনার কাছে অনেক সময় । আর উপরি পাওনা বলতে ভিড়ে ঠাসা সিনেমা হলের পরিবর্তে নিরিবিলি মনের মানুষটির সঙ্গে জমিয়ে স্বাদ নিতে পারবেন মুভির । তাছাড়া শো-টাইম নিয়েও কোন ঝামেলা নেই,যেকোনও সময় এই ছবিগুলি আপনি দেখতে পাবেন ইন্টারনেটে ।

সাধারণত জেনারেশন ওয়াইয়ের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করে করেছেন সংস্থানটি । এই সংস্থানটির অন্যতম সদস্য অনুজ জানিয়েছেন, ‘বাড়ি বসে সিনেমা দেখার সুবিধে অনেক । অনলাইনে সিনেমা দেখা অনেক বেশি সহজ । শর্ট ফিল্ম বলে সময় ও কম লাগবে । মানে এই পাঁচটি ফিল্ম দেখে এনজয় করার পরেও ঘুরতে যাওয়া যায় বা ডাইন-আউটের অনেক সময় থাকবে’।

সুতরাং এই V-DAY তে সিনেমা হল আপনার বাড়িতে । জমিয়ে মজা নিন পাঁচটি প্রেমের গল্পের হয়ত এর মধ্যে একটিতে থাকতে পারে আপনাদের প্রেমকাহিনী ছোঁয়া ।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test