E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দূরে থেকেও ভালবাসুন প্রিয়জনকে

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১৫:২২:২৭
দূরে থেকেও ভালবাসুন প্রিয়জনকে

নিউজ ডেস্ক : কথায় বলে ‘চোখের আড়াল হলে, মনের আড়াল হয়’! কিন্তু যারা নিজের সঙ্গীর সাথে সাথে দূরত্বকেও সঙ্গের সাথী করে নিয়েছেন তাদের জন্য কথাটি কতটুকু সত্য? এমন অনেকেই আছেন যাদেরকে জীবনের প্রয়োজনে ভালোবাসার মানুষটির কাছ থেকে অনেক দূরে থাকতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অনেক দূর কিংবা বিদেশ বিভূঁইয়ে থাকা একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু দুজনের দূরে থাকার এই সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টকর। সাধারণ সম্পর্কের চেয়ে অনেক বেশি যত্নশীল হতে হয় এই ধরণের সম্পর্কে। তারপরও একটু ভুলে অনেক বড় অশান্তির সৃষ্টি হতে পারে। আসুন দেখে নেয়া যাক দূরত্বকে হারিয়ে কিভাবে জয় করবেন নিজের সম্পর্ককে।

একটি রুটিন তৈরি করে নিন
দুজনের প্রতিদিনের রুটিন তৈরি করে নিন। এতে একটি নির্দিষ্ট সময় রাখুন একে অপরের জন্য। সে সময়টুকু ব্যয় করুন কথা বলে কিংবা ইন্টারনেটে যোগাযোগ করে। দেশের ভেতরে দূরে থাকলে এই কাজটি করা খুবই সহজ। অনেকে দেশের বাইরে থাকেন। দুই দেশের সময়সূচী আলাদা থাকলে দুজনের সুবিধাজনক একটি সময় বের করে নিন। সেই সময় যত কাজই থাকুক না কেন একে ওপরকে সময় দিন।

প্রযুক্তির পূর্ণ ব্যবহার করুন
আজকাল প্রযুক্তির কল্যাণে দেশের বাইরের দূরত্বকে খুব বেশি বড় মনে হয় না। আগের যুগের মত শুধু চিঠির ওপর ভরসা করে বসে থাকতে হয় না। ফোন,মেসেজ, স্কাইপ যার মাধ্যমেই হোক তা ব্যবহার করে কাছাকাছি থাকার চেষ্টা করুন। শুধু মাত্র একটু প্রচেষ্টায় আপনাদের সম্পর্ক হতে পারে মধুর।

সম্পর্কের মিষ্টতা বজায় রাখুন
দূরে থাকার কারনে ডেটি-এ যেতে না পারা কিংবা একটু হাত ধরে মধুর কথা বলতে না পারার কারণে অনেকেই দুঃখ প্রকাশ করেন। কিন্তু সম্পর্কের মিষ্টতা বজায় রাখতে ডেটিং বা হাত ধরা বাদেও আছে অন্যান্য অনেক উপায়। সকালে ঘুম থেকে উঠে মিষ্টি করে একটা ম্যাসেজ পাঠিয়ে দিন। কিংবা কাজের ফাঁকেই একটু মধুর করে লাভ নোট দিন। গিফট পাঠান, স্কাইপে খানিকক্ষণ দেখা করুন। মোটকথা দূরে থাকার একাকীত্বকে দূর করে মধুর করুন সম্পর্ক।

সময় পেলে দেখা করুন
ডেটিং-এর জন্য সময় বের করুন। দেশের ভেতরে দূরে থাকা হলে মাসে অন্তত ২ বার দেখা করার চেষ্টা করুন। আগে থেকে সময় বের করে রাখুন এর জন্যে। দেশের বাইরে থাকলে মাসে দেখা করা অনেক কঠিন হয়ে পরে। অনেকে বছরে একবার দেখা করতে পারেন না। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে একটু দেখা করা দরকার। সমস্যা খুব বেশি না হলে বছরে ২/১ বার দেখা করুন।

প্রিয়জনের সবকিছুর খোঁজ খবর রাখুন
দূরে আছেন বলে যত্ন নিতে পারেন না বলে মন খারাপ করবেন না। যখনই কথা বলার সময় হবে তার সকল ব্যাপার সম্পর্কে জিজ্ঞেস করুন। সারাদিনে কি করা হল, দিন কেমন কাটলো, মন মেজাজ সব কিছুর খোঁজ খবর রাখুন। একে অপরের পরিবারের সাথে সম্পৃক্ত হলে তাদের সম্পর্কেও জিজ্ঞেস করুন।

একে অপরের ওপর বিশ্বাস রাখুন
একে অপরের থেকে দূরে থাকেন যারা তাদের সম্পর্ক পুরোপুরি বিশ্বাসের ওপর টিকে থাকে। অযথা সন্দেহে এই সম্পর্ক ঠুনকো কাঁচের মত ভেঙ্গে যেতে পারে। একে অপরের ওপর বিশ্বাস রাখুন। একদিন কথা বলা কম হলে কিংবা তার সামান্য উদাসীনতা দেখতে পারলেই তাকে সন্দেহ করা শুরু করে দেবেন না। তার ওপর বিশ্বাস রাখুন। আগে বোঝার চেষ্টা করুন সমস্যা কোথায়। তারপর পদক্ষেপ নিন। তবে একেবারে অন্ধ বিশ্বাস করাও ঠিক না। সব দিকেই নজর রাখতে হয় এই ধরণের সম্পর্কে।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)

নিউজ ডেস্ক : কথায় বলে ‘চোখের আড়াল হলে, মনের আড়াল হয়’! কিন্তু যারা নিজের সঙ্গীর সাথে সাথে দূরত্বকেও সঙ্গের সাথী করে নিয়েছেন তাদের জন্য কথাটি কতটুকু সত্য? এমন অনেকেই আছেন যাদেরকে জীবনের প্রয়োজনে ভালোবাসার মানুষটির কাছ থেকে অনেক দূরে থাকতে হয়। কোনো কোনো ক্ষেত্রে অনেক দূর কিংবা বিদেশ বিভূঁইয়ে থাকা একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু দুজনের দূরে থাকার এই সম্পর্ক টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টকর। সাধারণ সম্পর্কের চেয়ে অনেক বেশি যত্নশীল হতে হয় এই ধরণের সম্পর্কে। তারপরও একটু ভুলে অনেক বড় অশান্তির সৃষ্টি হতে পারে। আসুন দেখে নেয়া যাক দূরত্বকে হারিয়ে কিভাবে জয় করবেন নিজের সম্পর্ককে।

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test