E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পানির বোতলের দিন শেষ !

২০১৫ মার্চ ২৬ ১৪:০৪:৫৩
পানির বোতলের দিন শেষ !

নিউজ ডেস্ক : গরমে রাস্তায় বেরিয়ে জল পিপাসা মেটাতে আমরা সাধারণত আমরা জলের বোতল সঙ্গে রাখি৷ সেখান থেকে প্রয়োজন মতো জল খেয়ে পিপাসা মিটিয়ে নিই৷ কিন্তু বিজ্ঞানের কল্যানে ভবিষ্যতে রাস্তায় বেরিয়ে জল খাওয়ার জন্য বোতল সঙ্গে নেওয়ার দরকার হবে না!বিজ্ঞানের কল্যানে এমনই হতে যাচ্ছে৷

বোতলের বদলে আগামী দিনে আসছে গোলাকার স্বচ্ছ মাধ্যম৷ লন্ডনের স্কিপিং রক ল্যাবের উন্মোচন হলো এমনই এক গোলকের৷ এক প্রকারের জেল থেকে তৈরি এই জলীয় গোলক

গরমের সময় পিপাসা মেটানোর জন্য এই ছোট্ট গোলকটি মুখে দিলেই তা মেটাবে আপনার পিপাসাকে৷ এই গোলকের নাম দেওয়া হয়েছে Ooho! জলকে প্লাস্টিক পলিউশনের হাত থেকে রক্ষা করতেই এমন গোলকের আবিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে৷ তবে এই জলীয় গোলকে এখনই বাজারে আনা হচ্ছে না৷ চলতি বছরের শেষের দিকে এটি বাজারজাত করা হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷

(ওএস/অ/মার্চ ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test