E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৈশাখে ফুলের সাজ

২০১৫ এপ্রিল ০৯ ১৬:১৪:১৭
বৈশাখে ফুলের সাজ

নিউজ ডেস্ক : ফুল ছাড়া বৈশাখি সাজ অসম্পূর্ণই থেকে যায়। লাল-সাদা শাড়ি, কপালে লাল টিপের সঙ্গে চুলের সাজে যদি একগুচ্ছ ফুল না থাকে তাহলে বুুঝি ঠিক মানায় না। বাঙালি নারীর সাজ যে ফুলের মাধ্যমেই পূর্ণতা পায়।

ফুল দিয়ে চুল সাজাতে হলে আপনি কাঠবেলী, রজনীগন্ধার লম্বা মালা, মাধবীলতা, কাঁঠালচাঁপাসহ আরো নানা দেশীয় ফুল ব্যবহার করতে পারেন। নতুন বছরের প্রথম দিনে ফুল দিয়ে সাজলে আপনাকে যেমন সুন্দর লাগবে, তেমনি ফুলেল সৌরভে আপনার চারপাশের মানুষ মোহিত হবে। সেইসাথে প্রচণ্ড গরমের মাঝেও ফুলের স্নিগ্ধ গন্ধ আপনাকে প্রশান্তি দেবে সারাক্ষণ।

গলায় ও হাতে ফুলের সাজ:
* গলায় ও হাতে ফুলের সাজ আপনার সার্বিক সৌন্দর্য্যকে বাড়িয়ে দেবে। এজন্য অবশ্যই ছোট আকারের ফুল ব্যবহার করতে হবে।
* ছোট ছোট ফুলের লম্বা মালা করে পরতে পারেন।
* আবার গলার সঙ্গে চিক হিসেবেও পরতে পারেন।
* গলার সাজে ভিন্ন লুক আনতে পুঁতির মালার সঙ্গে ফুল ব্যবহার করতে পারেন।


চুলে ফুলের সাজ:
* হাতখোঁপা অথবা একটু ভিন্নভাবে খোঁপা করে নিন। খোঁপার চারপাশে ছোট ছোট গোলাপ আটকে দিন। ঠিক খোঁপার মাঝখানে বড় একটি গোলাপ লাগান। এবার আয়নায় নিজেকে দেখুন কতটা সুন্দর লাগছে আপনাকে।
* পুরো খোঁপাটি বেলীফুলের মালা দিয়ে ঢেকে দিতে পারেন। কানের পাশ দিয়ে অন্যকোনো একটি ফুলের মালা লাগান। এতেও আপনাকে অনেক সুন্দর লাগবে।
* চুলগুলো গুছিয়ে নিয়ে বেণী করে ফেলুন। শক্তভাবে বেণী শুরুর প্রান্ত থেকে ৮ থেকে ১০টি বেলী ফুলের মালা আটকে নিন।
* বেণী করে শুধু গাজরা লাগাতে পারেন।
* একটু ভিন্নতা আনতে চাইলে বেলীফুলের সঙ্গে বেণীর উপর থেকে নিচ পর্যন্ত একটু পরপর ছোট সাদা গোলাপ আটকাতে পারেন।
* খোলা চুলেও কানের পাশ দিয়ে দু-তিনটি ফুল লাগিয়ে নিতে পারেন।
* বেণীজুড়ে ছোট কোনো ফুলের মালা পেঁচিয়ে পরতে পারেন। এতেও আপনাকে সুন্দর লাগব।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test