E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্বকের যৌবন ফিরে পেতে শামুক ফেসিয়াল

২০১৫ জুলাই ০৬ ১৪:৫৫:০১
ত্বকের যৌবন ফিরে পেতে শামুক ফেসিয়াল

নিউজ ডেস্ক : মুখের উপর দিয়ে হেলতে দুলতে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি শামুক। কখনও নাকের আলপথ বেয়ে নামছে ঠোঁটে । কখনও আবার গাল বেয়ে উঠছে কপালে৷ ওদের সর্পিল চলন-গমনে লাবণ্য ফুটে উঠছে আপনার মুখমণ্ডলে৷ উবে যাচ্ছে বলিরেখা, ব্রণর দাগ। বয়সের ছাপ মুছে গিয়ে জাগছে তারুণ্যের দীপ্তি । সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠছেন আপনি ।

প্রথমে মুখমণ্ডল পরিষ্কার করে মুখে ক্রিম লাগিয়ে দেওয়া হয় ৷ আর তারপরই ছেড়ে দেওয়া হয় বেশ কয়েকটি শামুক । ক্রিমের পরতের উপর শামুকদের চলাচলে প্রাণ ফিরে পায় নির্জীব ত্বক । সৌন্দর্যের মাত্রা বৃদ্ধি করতে কখনও কখনও আবার শামুকের লালা দিয়ে তৈরি বিশেষ মিশ্রণের প্রলেপও মাখানো হয় ত্বকে । গবেষণায় জানা গিয়েছে, প্রাচীন গ্রিসেও রূপচর্চায় শামুকের ব্যবহার হত । গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস ত্বকের জ্বালা কমাতে শামুক চূর্ণ করে, দুধের. সঙ্গে মিশিয়ে মাখার পরামর্শ দিতেন। পরে ফ্রান্সেও নানা ধরনের ক্রিম ও লোশনে শামুকের দেহাংশ ব্যবহার হয়েছে।

এদিকে, এই স্পা-তে শামুক-ফেসিয়াল যারা ইতিমধ্যেই করিয়েছেন, তাঁরা কিন্তু এর প্রশংসায় পঞ্চমুখ৷ কারও দাবি, তাঁদের মুখশ্রী আগের থেকে নরম, মোলায়েম হয়ে উঠেছে৷ কেউ আবার ত্বকের যৌবন ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন৷ তবে সকলেরই মতে, সঙ্গে সঙ্গে এই ফেসিয়ালের ফল পাওয়া যাবে না৷ ধীরে ধীরে দীপ্তি ফুটবে ত্বকে। যদিও সত্যিই এই প্রাণীর চলাচল ত্বকের পক্ষে নিরাপদ কি না, তা এখনও পরীক্ষা করে দেখছেন তাই স্বাস্থ্য-বিশেষজ্ঞরা । তবে তার আগেই থাইল্যান্ডের পাশাপাশি জাপান, চিন ও লন্ডনের স্পাগুলিতেও দিন দিন বাড়ছে শামুক-ফেসিয়ালের ব্যবহার ।

(ওএস/পিবি/জুলাই ০৬,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test