E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিইউএফটি শিক্ষার্থীদের ডিজাইনে ফ্যাশন শো

২০১৫ অক্টোবর ২৩ ১৬:৫৭:৪৭
বিইউএফটি শিক্ষার্থীদের ডিজাইনে ফ্যাশন শো

নিউজ ডেস্ক : রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি (বিইউএফটি) শিক্ষার্থীদের ডিজাইনকৃত পোষাকে আয়োজিত ‘ফ্যাশন শো -২০১৫’। বুধবার বিকেলে রাজধানীর উত্তরাতে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির অডিটোরিয়ামে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি ওবের। তিনি বলেন, বাংলাদেশের ঐহিত্যবাহী পোশাক জামদানি এবং এ দেশে রয়েছে অনেক গার্মেটস। তাই আমি যখনই বাংলাদেশে এসেছি উদ্যোগ নিয়েছি এই শিল্পটি পর্যবেক্ষনের। তারই ফলশ্রুতিতে আজ আমি আপনাদের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজিতে (বিইউএফটি) এসেছি।

তিনি আরও বলেন, আমি আপনাদেরকে জানাতে পেরে আনন্দিত বোধ করছি যে আমরা ইউরোপীয় ইউনিয়নের আওতাধীন স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আসতে যাচ্ছি। যেখানে একটি দীর্ঘ মেয়াদী এবং একটি স্বল্প মেয়াদী কোর্স করার সুবিধা থাকছে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা ইউরোপে যেয়ে পড়াশোনার সুযোগ পাবে। তাই আমি আপনাদেরকে এই স্কলারশিপ প্রোগ্রামে অংশ গ্রহনের জন্য উৎসাহিত করছি।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ ড. সাঈদ মাসুদ হুসাইন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেয়ার চেষ্টা করছি। এবং তাদের শিক্ষাদানের মানের ক্ষেত্রে কোনরকম আপোষ করি না। আমরা আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় একদিন আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হবে।

এসময় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজির পক্ষ থেকে সোফি ওবের’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন টেকনোলজি’র চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক, বিজিএমইএ এর জেষ্ঠ্য সহ-সভাপতি ফারুক হাসান। সমাপনী বক্তব্য দেন প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

এরপর ফ্যাশন ডিজাইন টেকনোলজি ডিপার্টমেন্টের ১২১ ব্যাচের মোহসিনা মাজেদের কোরিয়োগ্রাফিংয়ে ফ্যাশন ডিজাইন টেকনোলজি ডিপার্টমেন্টে ও অ্যাপারেল ম্যানুফেকচারিং টেকনোলজি ডিপার্টমেন্টের আয়োজন একটি ফ্যাশন শো’এর আয়োজন করে।

(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test