E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে ‘খাদি উৎসব’ ১১-১২ ডিসেম্বর

২০১৫ ডিসেম্বর ০১ ১১:৩২:৫৫
রাজধানীতে ‘খাদি উৎসব’ ১১-১২ ডিসেম্বর

খাদি বা খদ্দর আমাদের অতি প্রাচীন বস্ত্র। তুলা থেকে সুতা হওয়ার পর বাড়তি অংশ দিয়ে চরকায় সুতা কেটে তাঁতে বুনন কাপড়কে খাদি বলা হয়। দিন দিন বাড়ছে এর কদর। এক সময় সংগ্রামী মানুষ আর গরিবের পোষাক হিসেবে পরিচিত ছিল খাদি। এখন তা ফ্যাশনে সময়ের চাহিদা মেটাচ্ছে। ঈদ-পূজা ছাড়াও শীতে খাদির কাপড় ক্রয়ে আগ্রহী হচ্ছেন ফ্যাশন সচেতনরা।



১১ ও ১২ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘খাদি ফেস্টিভ্যাল’-এ ১৮জন বাংলাদেশি ডিজাইনার ও ৬জন ভারতীয় ডিজাইনার তাদের কাজ নিয়ে অংশ নিবেন। আর শীতের এই ফ্যাশনের কথা মাথায় রেখেই ফ্যাশন ডিজাইনিং কাউন্সিল বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘খাদি উৎসবে’র। ১১ডিসেম্বর বিকাল পাঁচটায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ফেস্টিভ্যাল-এর উদ্বোধন করা হবে।


প্রত্যেকদিন আমন্ত্রিত অতিথিদের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। আর জনসাধারণের জন্য খাদি পোশাকের প্রদর্শনী চলবে ১১ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ১২ডিসেম্বর সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত।এই উৎসবে কলকাতা থেকে আসবেন ডিজাইনার দেবারুণ মুখার্জি, শান্তনু দাশ, সংযুক্ত রায়, পারমিতা ব্যানার্জি, সায়ন্তন সরকার, রিমি নায়েক।


বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে রয়েছেন- মাহীন খান, এমদাদ হক, চন্দন দেওয়ান, লিপি খন্দকার, বিপ্লব সাহা, মুমু মারিয়া, শাবানা আলি, তেনজিং চাকমা, কুহু, শায়লা সাহা, হুমায়রা খান, ফারাহ আনজুম বারি, নওশীন খায়ের এবং শাহরুখ আমিন।
তরুণ ডিজাইনারদের মধ্যে থাকবেন- ফারাহ দিবা, আফসানা ফেরদৌসি উর্মি, রিফাত রেজা রাকা এবং সামিয়া রফি।

(এন ডি/বি এইচ ১ডিসেম্বর ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test