E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শীতে ঠোঁটের যত্ন

২০১৫ ডিসেম্বর ০৭ ১৫:০৫:০৩
শীতে ঠোঁটের যত্ন

শেফালী সোহেল : ঠোঁট শরীরের আকর্ষণীয়, ছোট  এবং সবচেয়ে নরম অংশ হলেও মুখের সৌন্দর্য ঠোঁটের উপর অনেকাংশে নির্ভর করে। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ঠোঁট ও শরীরে আর্দ্রতার অভাবে ঠোঁট আর্দ্রতা হারায় খুব তাড়াতাড়ি ।

শীতের আর্দ্রতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঠোঁট। এই সময় ঠোঁট ফাটা থেকে শুরু করে ঠোঁটের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে একটু সাবধান আর যত্নবান হলেই শীতেও আপনার ঠোঁট থাকবে নরম ,কোমল আর মসৃন । এ ব্যাপারে কিছু ঘরোয়া সহজ সমাধান জেনে নেয়া যাক।

ঠোঁট ফাটা :
ঠোঁটে কোনো অয়েল গ্ল্যান্ড না থাকায় ঠোঁট শুকিয়ে যায়। ফলে সেখানে নানা সমস্যা দেখা দেয়। ঠোঁট শুকিয়ে গেলে ফেটে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। শুষ্কতার কারণে অনেকেই বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। এতে ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়ে ফাটার প্রবণতা আরো বৃদ্ধি পায়।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল নিয়মিত ঠোঁটে লাগালে ঠোঁট ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। আবার আমন্ড অয়েল ঠোঁটে নিয়মিত ব্যবহারে ঠোঁট ফাটার প্রবণতা দূর হয়।একটি পরিষ্কার ভেজা কাপড়ে চিনি নিয়ে সেটি ঠোঁটে আলতো করে ঘষে নিলে ঠোঁটের মরা চামড়াগুলো উঠে যাবে। এরপর ময়েশ্চারাইজার হিসেবে ঠোঁটে নারকেল তেল লাগালে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া ঠোঁটের যত্নে আধা চামচ মধু এবং এক চামচ অলিভ ওয়েল মিশিয়ে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন।

ঠোঁটে কালো দাগ:
আর্দ্র, মসৃণ ও কোমল ঠোঁট মানেই সুস্থ ঠোঁট। কিন্তু শীতে বাতাসে আদ্রতার অভাবে ঠোঁট শুষ্ক হয়ে ঠোঁটের চামড়ায় দাগ পড়ে। ঠোঁট কালো হয়ে যায়।

শসার রস কালো দাগ উঠাতে দারুণ কার্যকর। রোজ নিয়ম করে ঠোঁটে শসার রস লাগালে কিছুদিনের মধ্যেই ঠোঁটের কালচেভাব অনেকটাই কমে যাবে। বিটের রস ন্যাচারাল ক্লেনজার হিসেবে খুবই কার্যকর। নিয়মিত বিটের রস ও কাঁচা দুধ সমপরিমাণ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালো দাগ ও মরা কোষ উঠে যাবে এবং ঠোঁটে এক ধরনের স্বাভাবিক গোলাপী আভা ফিরে আসবে। ঠোঁটের কালো রঙ বা দাগ দূরীকরণে সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। ভালো কাজ দেবে।


রূক্ষ ও শক্ত ঠোঁট:
ঠোঁটের সাধারণ বৈশিষ্ট্য নরম হলেও আবহাওয়ার প্রতিকূলতার কারণে কখনো কখনো্ এটি শক্ত হতে দেখা যায়।শীতের আদ্রতার কারণে ঠোঁট রূক্ষ ও চটচটে হয়ে যায় এবং দেখতেও খারাপ লাগে।

এ সমস্যার সমাধানে গোলাপের পাপড়ি পেস্ট করে ঠোঁটে লাগান। ঠোঁটের সঠিক পুষ্টির জন্য পাকা পেঁপে চটকে, তার সঙ্গে দুধের সর মিশিয়ে একটা মিশ্রণ তৈরি কের ঠোঁটে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। এটি ঠোঁটকে নরম করার পাশাপাশি পুষ্টিও জোগাবে।

ঠোঁটের মৃতকোষ:
শীতের প্রচণ্ড শুষ্ক ও আর্দ্র আবহাওয়ার কারণে অন্য সময়ের তুলনায় ত্বক ও ঠোঁটে অধিক পরিমাণে মৃতকোষ জন্মায়।

সপ্তাহে অন্তত দুইবার ঠোঁটের মৃতকোষ গুলো পরিষ্কার করুন।এক চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চা-চামচ চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট ধরে আলতো করে ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ঠোঁটে লিপ বাম লাগান। এটি ঠোঁটের মরা কোষ পরিষ্কার করে ঠোঁটকে নরম ও গোলাপি করতে সাহায্য করবে। ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চা চামচ চিনি মিশিয়ে ঠোঁটে আলতেভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ২-৩ মিনিট ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁটের মৃতকোষ দূর হবে এবং ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্যে করবে।

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test