E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বৃষ্টি দিনের সাজ

২০১৬ মে ২৭ ১৪:৪৮:০৯
বৃষ্টি দিনের সাজ

নিউজ ডেস্ক : এখন গ্রীষ্মকাল হলেও প্রকৃতিতে শরতের আনাগোনা। কখনো রোদ, আবার কখনো ঝুম বৃষ্টি। এখন শরতের আকাশে তুলার মতো মেঘ হেসেখেলে বেড়ালেও কখন যে সে কালো রং ধারণ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামাবে আপনি টেরই পাবেন না। এ সময় তাই বাইরে বের হতে পোশাক নির্বাচন থেকে শুরু করে সব বিষয়েই একটু বেশি সচেতন হতে হয়। তাই জেনে নিন এ সময়ের সাজ-পোশাক সম্বন্ধে-

কিন্তু বৃষ্টির দিনেও চাই আরামদায়ক পোশাক। আর এই সময়টায় রং-এর দিকেও নজর দিন। সবসময় উজ্জ্বল রং-এর পোশাক পরুন। হলুদ, লাল, কমলা, সবুজ, নীল যেকোনো রং পরতে পারেন।

বৃষ্টির দিনে সুতি শাড়ি, সালওয়ার, এড়িয়ে চলুন। কাদা লেগে পোশাক তো নষ্ট হয়ই, সারাদিন ভেজা থেকে ঠাণ্ডাও লাগতে পারে। জর্জেট বা সিল্ক এই সময়ের জন্য বেশ ভালো। কারণ এই কাপড়গুলো দ্রুত শুকিয়ে যায়। তবে খুব পাতলা শাড়ি এড়িয়ে চলুন।

বাইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুফ ব্যাগ, রেইনকোট, ছাতা সঙ্গে রাখুন।

জুতোর বিষয়ে থাকতে হবে সবেচেয়ে সচেতন। হাই হিল এড়িয়ে চলুন। পা ঢাকা জুতা পরলে রাস্তার নোংরা পানি লেগে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়।

এবার জেনে নিন এসময় ঝটপট ঘরে সাজের কিছু পদ্ধতি : বৃষ্টিতে বের হওয়ার সময় হালকা মেকআপই তাই ভালো।

প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। ময়েশ্চারাইজার মেখে ১০ মিনিট অপেক্ষা করুন
ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন। লিকুইড ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করবেন। ফাউন্ডেশন লাগানোর পর এক টুকরো বরফ পুরো মুখে হালকাভাবে ঘষে নিন।

মাশকারা এড়িয়ে হালকা আইশ্যাডো দেয়া যেতে পারে। ব্যবহার করতে পারেন হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ এবং অবশ্যই ব্রাউনের সব রং। হালকা ফেইস পাউডার, ঠোঁটে লিপিস্টিক আর কপালে ছোট গোল টিপ লাগিয়ে সাজ শেষ করুন। চুল খোলা না রেখে বে‍ঁধে রাখুন।

(ওএস/এএস/মে ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test