E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের আগে ত্বকের যত্নে ফেসমাস্ক

২০১৬ জুন ২০ ১২:৫৭:২২
ঈদের আগে ত্বকের যত্নে ফেসমাস্ক



 
নিউজ ডেস্ক : পুরো একমাস রোজা রাখা ও কর্মব্যস্ত জীবনের কারণে ত্বকের যত্নে ক্ষেত্রে তেমন সময় দেয়া যায় না। ফলে ত্বক হয়ে পড়ে মলিন। কয়েকদিন পড়ে ঈদ। এসময় চেহারা মলিনভাব থাকলে দেখতে ভাল লাগবে। তাই বিশেষ দিনকে সামেনে রেখে ত্বকের যত্নের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তাদের জন্য ময়শ্চারাইজিং ফেসমাস্ক ব্যবহার করা উচিত। চলুন জেনে নেয়া যায়ক এরকম একটি ফেসমাস্কের ব্যবহার।

মাস্ত তৈরিতে প্রয়োজন পড়বে -অর্ধেক অথবা এক চা চামচ সমপরিমাণ ক্যাস্টর অয়েল, এক চা চামচ সমপরিমাণ মধু, এক টেবিল চামচ সমপরিমাণ প্লেইন ইয়োগার্ট, একটির চার ভাগের এক ভাগ সমপরিমাণ পাকা অ্যাভোকাডো ।

যেভাবে তৈরি করবেন-একটি পরিষ্কার পাত্রে ক্যাস্টর অয়েল, মধু, প্লেইন ইয়োগার্ট, অ্যাভোকাডো একে একে নিয়ে নিন। তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। মুখ আর গলা ভালোভাবে পরিষ্কার করে মিশ্রণটি মুখে লাগান। ফেস মাস্কটি লাগানোর পর ১৫ মিনিট রাখুন। তারপর কুসুম গরম পানি নিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই ফেস মাস্ক ডিপ ময়েশ্চারাইজিং ট্রিটমেন্টের কাজ করে। ত্বকের শুষ্কতা দূর করে। ড্যামেজড ত্বককে রিপেয়ার করতে সক্ষম।

(এনডি/বিএইচ২০জুন২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test