E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘর সাজাতে শো-পিস

২০১৪ জুন ১৯ ১৪:০৬:২৩
ঘর সাজাতে শো-পিস

ডেস্ক রিপোর্ট : বর্তমানে সকলেই ব্যস্ত । আর এ ব্যস্ততার মাঝে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে মানুষ কাজ-কর্ম শেষ করে ফিরে আসে তার ভালোবাসার নীড়ে। আর সেই স্থানটি যদি হয় মনের মতো করে সাজানো, তাহলে নিজেকে খুজে পাওয়া যায় নতুন করে। আর এই ঘর সাজানোর জন্য হয়তো শো-পিস হতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদান ।

এক সময় মানুষের ভাবনা ছিল শো-পিস শুধু শোকেজেই মানায়। তাই তারা শখের ছোট ছোট শো-পিচ গুলো সাজিয়ে রাখেন শুধুমাত্র শোকেজেই। কিন্তু এখন সেই ভাবনায় পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে মানুষের রুচিরও। এ জন্য শুধু শোকেজ নয়, এখন তা ঘরের সব জায়গাতেই সাজিয়ে রাখা যায়।

আপনার বাসায় কেউ এলে প্রথম যে জায়গাটিতে বসবেন তা হচ্ছে ড্রয়িং রুম । আর তাই এই রুমটিকে সাজাতে ব্যবহার করতে পারেন মাঝারি কিংবা একটু বড় ধরনের শো-পিস। সেখানে সোফা কিংবা অন্যান্য ফার্নিচার যদি কাঠের হয়, তবে কাঠের শো-পিসই সেখানে মানাবে ভালো। আর যদি ফার্নিচারগুলো বেতের হয় তবে সেখানে বাঁশ অথবা বেতের যে কোনো ধরনের শো-পিস রাখা যেতে পারে।

তবে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে ঘরের আকার কেমন। যদি ঘরটি বড় হয় সেখানে একটু বড় ধরনের শো-পিস আর যদি ছোট হয় তবে একটু ছোট শো-পিস রাখলে মানাবে ভালো । ছোট শো পিস রাখার জন্য কর্ণার ব্যবহার করা য়ায়। কর্ণারে ছোট ছোট শোপিস গুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায়। চাইলে কর্ণারে ব্যবহার করতে পারেন হালকা রঙের আলো। এতে শোপিস গুলোকে আরো সুন্দর দেখা যাবে। কিছু সাধারণ, কিছু মডার্ণ, ভিক্টোরিয়ান কারুকাজ বেশি অথবা রোমান্স স্টাইলের শো-পিচ ড্রয়িং রুমে রাখা যেতে পারে । মূর্তি, কাঠের পাটাতন বিশিষ্ট শো-পিস, বাঁশ অথবা বেতের শো-পিসগুলো এখানে রাখলেও মন্দ লাগবে না ।
ডাইনিং রুমে খুব বেশি শো-পিস না রাখাটাই ভালো । তবে বেসিনের পাশে ফুল কিংবা সাবান রাখার কেসটাও হতে পারে কোনো শো-পিস।

সাধারণত বেড রুমগুলোতে থাকে কাঠের, ষ্টিল অথবা বেতের তৈরি খাট। আবার কেউ কেউ পছন্দ করেন ফ্লোরিং করতে। এ জন্য যেখানে যে ধরনের ফর্নিচার ব্যবহার করা হয় সেখানে সেই ধরনের শো-পিস রাখাটায় ভালো। ড্রেসিং টেবিলে থাকতে পারে জুয়েলারি বক্স, লিপিষ্টিক হোল্ডার অথবা চিরুনী রাখার বক্স।

বাচ্চাদের রুমে শো-পিস ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখা উচিত তা হচ্ছে বাচ্চাটি ছেলে না মেয়ে। ছেলে হলে স্পাইডার ম্যান, আবার মেয়ে হলে বার্বিকিউ জাতীয় কার্টুনের শো-পিস দেওয়া যেতে পারে।

উপহার হিসেবেও দিতে পারেন শো-পিস। এমন অনেক শো-পিস রয়েছে যেগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে। তাই বিয়ে কিংবা জন্মদিনসহ বিশেষ দিনে প্রিয়জনদের উপহার হিসেবে শো-পিস দেওয়া যেতে পারে। আবার ধরুন বন্ধু দিবস, ভালোবাসা দিবস, মা দিবস সহ যেকোন অকেশানেও উপহার দেওয়া যেতে পারে শো-পিস।

(ওএস/জেএ/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test