E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টকদইয়ের অসাধারণ উপকারিতা

২০১৭ মে ০৩ ১৪:৫৯:২৫
টকদইয়ের অসাধারণ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : দই ব্যবহার করা হয় বিভিন্ন খাবারে। মিষ্টান্ন থেকে শুরু করে ওজন কমানোর হাতিয়ার হিসেবেও অনন্য দই। কিন্তু খাওয়া ছাড়াও যে বিভিন্ন কাজে দই অতুলনীয়, তা কী জানেন? চলুন দেখে নিই রান্নাঘরের বাইরেও দইয়ের এমনই কিছু উপকারিতা।

ত্বকের যত্নে দই:

১। সানবার্নের জ্বলুনি কমাতে দারুন কাজে আসে দই। এক চামচ সাধারণ টকদইয়ের সাথে কয়েক ফোটা ক্যামোমাইল এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন এবং তা আক্রান্ত ত্বকে মাখুন। নিমিষেই জ্বলুনি কমে যাবে, ত্বক নরম হয়ে আসবে এবং দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে সুরক্ষা দেবে।

২। রূপচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে চাইলে টকদই হতে পারে আপনার প্রথম পছন্দ। টকদই ত্বকে মাসাজ করে নিন, ১০ মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। এর ল্যাকটিক এসিড ত্বককে প্রশান্তি দেয়, আর্দ্র করে। এর সাথে এক চা চামচ মধু এবং ওটস ব্যবহার করতে পারেন।

৩। ব্রণের উপদ্রব কমাতে কাজ করে দই। ব্রণের ওপর সরাসরি ব্যবহার করতে পারেন। এছাড়া সিকি চা চামচ হলুদ মিশিয়েও ব্যবহার করতে পারেন।

৪। ত্বকের ছোপ ছোপ দাগ, অসমান রঙ ঠিক করতে টোনার হিসেবে ভালো কাজ করে দই। তিন টেবিল চামচ দই এবং এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ত্বকে মাখিয়ে রেখে দিন আধা ঘন্টা, এরপর ধুয়ে ফেলুন।

পায়ের যত্নে দই:

পায়ের ওপরেই সারাদিন কাটানো হয়, অথচ এরই তেমন যত্ন নেওয়া হয় না। দই এবং ওয়ালনাটের একটি ন্যাচারাল স্ক্রাব তৈরি করে নিতে পারেন। আধা কাপ ওয়ালনাট এবং এক কৌটো দই মিশিয়ে নিন। পা স্ক্রাব করে নিন। নরম, কোমল পা পেয়ে যাবেন নিমিষেই।

চুলের যত্নে দই:

চুলে হাইলাইটস করাতে চান, কিন্তু ব্লিচ ব্যবহার করে চুল নষ্ট করতে চান না, তাহলে আপনার কাজে আসতে পারে দই। এর জন্য লেবুর রস এবং টক দই ছাড়া কিছু দরকার হবে না। এক কাপ টক দই এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। ৩০ মিনিট চুলে মাখিয়ে রাখুন। সোনালি হাইলাইট এসে যাবে চুলে।

এছাড়াও মলিন হয়ে যাওয়া পিতলের জিনিসের চেকনাই ফিরিয়ে আনতে পারে টকদই। এগুলোর ওপরে দই ঘষে নিন। দই শুকিয়ে গেলে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। ব্যাস, চকচকে হয়ে উঠবে এগুলো।

(ওএস/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test