E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরতের স্নিগ্ধ সাজ

২০১৭ সেপ্টেম্বর ১৫ ২৩:৩৪:০৮
শরতের স্নিগ্ধ সাজ

নিউজ ডেস্ক : ভাদ্র-আশ্বিন এ দুই মাস আকাশ থাকে ঝকঝকে। এক কথায় নীল আকাশ। সেই সঙ্গে চারদিকে স্নিগ্ধতার অস্তিত্ব জানান দেয় কাঁশফুল। প্রকৃতিতে স্নিগ্ধতার প্রতীক হয়ে শরতের আগমন ঘটে। এই স্নিগ্ধতা ছড়িয়ে পরে মনে, পোশাকে ও সাজে। স্নিগ্ধ সাজেই শুরু হোক শরতের দিনগুলো। পোশাকে সাদার ছোঁয়া আর সাজে চাই পরিপাটি ভাব। হালকা মেকআপের এই লুকে আপনি হয়ে উঠবেন অসাধারণ।

নিজেকে ফুটিয়ে তুলুন
ঋতুভেদে সাজগোজের পরিবর্তন হয়। এই পরিবর্তন নির্ভর করে নিজস্ব রুচির ও চিন্তার ওপর। যারা একটু বেশি রঙিনভাবে সাজতে চান তারা পোশাকের রংয়ের বিপরীত রংও বেছে নিতে পারেন। এটি চোখের কাজল, শ্যাডো, লিপস্টিক সব ক্ষেত্রেই প্রযোজ্য। দিনের বেলা ব্লাশন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। পোশাকের সঙ্গে মিলিয়ে কপালে টিপ দিতে পারেন। এরপর হালকা মেকাপ করে ডার্ক ব্রাউন আইব্রো শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। স্কিন কালার লিপলাইনার দিয়ে ঠোঁট ভালো করে একে নিন। এবার ঠোঁটে স্কিন কালার লিপস্টিক দিন। সবশেষে সামান্য সিমারি গোল্ডেন লিপগ্লস দিন। সামনের দিকে একপাশ সিঁথি করে চুল হালকা পাফ করে নিন। এবার পেছনের চুলগুলো চিকন বেণী করে পেঁচিয়ে খোঁপা করে নিন।

পোশাক
শরতের আছে নিজস্ব বর্ণ আর গন্ধ। বেছে নিতে পারেন সাদা, নীল, সবুজ আর সোনালি রং। শরত যেন আবার নানান রংয়ের ছড়াছড়ি। শরতের আবহাওয়াতে চলে লুকোচুরি খেলা। এই গরম, যে কোনো মুহূর্তেই শুরু হয় ঝমঝম বৃষ্টি। তাই পোশাকের রঙের ক্ষেত্রে নীল এবং সবুজ রংয়ের কম্বিনেশনও দারুণ মানাবে। পাশাপাশি লাল আর কমলার ব্যবহার তো সর্বত্রই গ্রহণযোগ্য। অনেকের কাছেই, রংয়ের ক্ষেত্রে শরৎ মানেই হালকা কিছু। আর তাই শরতের নীল এবং বেগুনির পাশাপাশি সাদা, সবুজ, টিয়া, কমলা, হালকা কালো প্রভৃতি রঙের পোশাকও দারুণ মানানসই।

হালকা গয়না
যেহেতু সাজটা স্নিগ্ধ তাই জমকালো গয়না না পরাই ভালো। কানে হালকা একটা দুল পরে নিন। তবে সাদা বা সিলভার রঙের দুল বেছে নিতে পারেন। আর হাতে ভারি একটা ব্রেসলেট পরুন। শাড়ির সঙ্গে এ ধরনের গয়না আপনাকে আরো বেশি স্নিগ্ধ করে তুলবে।

জুতা ও ব্যাগ
শাড়ির সঙ্গে হাই হিল পরলে দেখতে ভালো লাগবে। তবে সেমি হাইহিলও পরা যায়। আর অবশ্যই একটি ক্লচ ব্যাগ। সবশেষে দেওয়া চাই মিষ্টি ঘ্রাণের সুগন্ধি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test