E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ভৈরবের হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড

২০১৪ আগস্ট ১২ ২৩:৫৫:৫০
ভৈরবের হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবের রবিন (১২) হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আসামীরা হলো ভৈরবের সম্ভুপুর বড়কান্দা গ্রামের সাইজউদ্দিনের ছেলে মাছুম (১৬) ও একই উপজেলার কমলপুর গ্রামের আমির হোসেনের ছেলে জুয়েল (১৫)।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আ.ম. মো: সাঈদ এ রায় দেন। রায়ে উভয় আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, নিহত রবিন ও আসামীরা ভৈরবের সম্ভপুরে একটি জুতার ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করতো। কাজের সময় রবিনের সাথে মাছুম ও জুয়েলের কথা কাটাকাটি হয়। ২০১০ সালের ২২ মে রাতে ভৈরব ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে রবিনের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নিহত রবিনের পিতা রহিজ উদ্দিন ভূইয়া বাদী হয়ে ঘটনার পরদিন ভৈরব থানায় মাছুম ও জুয়েলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একই বছরের ৩১ জুলাই মামলার চার্জশীট দাখিল করে। রায়ের সময় দুজন আসামীই আদালতে উপস্থিত ছিল।

(পিকেএস/অ/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test