E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল 

২০২০ নভেম্বর ০৬ ১৮:৫২:২৪
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফ্রান্সে মহানবী হজরত মুহম্মদ (সাঃ)কে অবমাননা করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা ইউনিয়ন মুসলিম তাওহিদী জনতার ব্যানারে শুক্রবার জুম্মাবাদ স্থানীয় বলফিল্ড এলাকা হতে বিক্ষোভ মিছিলটি বের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা রবিউল ইসলাম সাবেরী, ব্যবসায়ী নজরুল ইসলাম, মাও.আজিজুর রহমান, মাও. মনিরুল ইসলাম, মাও. আবু মুছা, মাও. মোস্তাফিজ প্রমূখ

বক্তারা এ সময় ফ্রান্সের পণ্য বয়কটসহ বাংলাদেশ সরকারে কাছে রাষ্ট্রিয় ভাবে প্রতিবাদ জানানোর আহবান জানান। এসময় “বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান” এমন প্রতিবাদ ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশে হাজার হাজার মুসুল্লিরা অংশ গ্রহন করেন।

(আরকে/এসপি/নভেম্বর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test