E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাবনার শানকিভাঙ্গা বিলে নৌকা বাইচ

২০১৪ অক্টোবর ১৪ ১৮:০৮:৩৯
পাবনার শানকিভাঙ্গা বিলে নৌকা বাইচ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাথিয়া কয়রাপাড়া ও বালুদিয়ার গ্রামবাসীর উদ্যোগে সোমবার বিকেলে শানকিভাঙ্গা বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার। অতিথি ছিলেন ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যার আনিসুর রহমান আনছু, সাবেক ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, আজাহার আলী, মিসেস সুব্রত সরকার।

নৌকা বাইচ প্রতিযোগীতায় মোট ১৪টি নৌকা অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় প্রথম স্থার অধিকার করে পার্শ্বডাঙ্গার বনগ্রামের একতা এক্সপ্রেস। ফৈলজানার সোহাগবাড়ি গ্রামের নয়ন তারা ২য় এবং একই গ্রামের বাংলার দুলদুল ৩য় স্থান অধিকার করে। বিজয়ীদের পুরস্কার ছিল ২১ ইঞ্চি রঙ্গিণ টেলিভিশন, ১৪ ইঞ্চি রঙ্গিণ টেলিভিশন এবং মোবাইল ফোন সেট। অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে শানকি ভাঙ্গা বিল পাড়ে হাজারো নারী পুরুষ দর্শক সমাগম ঘটে।

(এসএইচএম/এএস/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test