E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে নবাগত সহকারী শিক্ষকদের সংবর্ধনা 

২০২৩ ফেব্রুয়ারি ০৫ ১৯:২৮:০৩
পলাশবাড়ীতে নবাগত সহকারী শিক্ষকদের সংবর্ধনা 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে নবাগত সহকারী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২১৯৮/১৫) পলাশবাড়ী উপজেলা শাখা।

আজ রবিবার সকাল ১০ টায় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি জাফরুল ইসলাম সরকারের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ আর সির ইন্সট্রাকটর রবিউল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবির, ফেরদৌসি বেগম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান মন্ডল, আব্দুল হান্নান মন্ডল, মোস্তাফিজার রহমান,পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।

এ সময় অতিথিবৃন্দ নবাগত সহকারী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজেদের পরিচয় দিয়ে নবাগত সহকারী শিক্ষকদের পরিচয় শোনেন।

এ সময় বক্তব্য রাখেন বড় শিমুলতলা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান মিলন,নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র, রায়তি নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথুন মন্ডল, দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম, ছোট ভগবানপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ সোহরাওয়ার্দীসহ নবাগত শিক্ষকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি নাজমা খাতুন বলেন,শিক্ষক সমাজ প্রকৃত মানুষ গড়ার কারিগর,আপনার যারা নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন সবাই প্রকৃত মেধাবী,এই মেধাকে কাজে লাগাতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে।

এ সময় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পলাশবাড়ী শাখার সহ-সভাপতি আহমেদ আলী, সাংগঠনিক সম্পাদক, বড় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রউফসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিমকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দসহ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন বেগম ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ছোট ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল ইসলাম।

(আর/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test