E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

২০২৩ মে ১৭ ২৩:৪০:০১
পলাশবাড়ীতে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে বুধবার বিকেলে উপজেলা পরিষদ টাউন হলে মতবিনিময় সভায় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপ-পরিচালক শরিফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামীলীগে সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান, সরকারের দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান পলাশবাড়ীতে ২৪ বছর আগে তার চাকুরী জীবনের স্মৃতিচারণ করেন।তিনি বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই দেশকে আরো এগিয়ে নেওয়া যাবে।

(আরআই/এএস/মে ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test