E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে  ১৯১২ জন

২০১৬ আগস্ট ১৮ ১৬:৪৪:৫৪
কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে  ১৯১২ জন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেরা এগিয়ে রয়েছে।

এবার এ বোর্ডে ৯৬৮ জন ছেলে ও ৯৪৪ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৪৫২ জন।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এ বোর্ডে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অনেক এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫০৮ জন, বাণিজ্য বিভাগে ২৯৮ জন এবং মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন।

বিজ্ঞান বিভাগে ৮০৫ জন ছেলে ও ৭০৩ জন মেয়ে, বাণিজ্যে ১৩৭ জন ছেলে ও ১৬১ জন মেয়ে এবং মানবিক বিভাগে ২৬ জন ছেলে ও ৮০ জন মেয়ে জিপিএ-৫ পেয়ে পাস করেছে।

এ বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৯.৮০ শতাংশ। এবার পাসের দিক থেকে মেয়েরা কিছুটা এগিয়ে রয়েছে ছেলেদের তুলনায়। এবার এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ নয় হাজার ৭৬০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ আট হাজার ৩৭৩ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ১২১ জন ও মেয়ে ৫৫ হাজার ২৫২ জন। পাস করেছে মোট ৬৯ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৩৩ হাজার ৯৯৬ জন ছেলে ও ৩৫ হাজার ৮৯৯ জন মেয়ে। পাসের হারের দিক থেকে ছেলেদের পাসের হার ৬৪.০০ এবং মেয়েদের পাসের হার ৬৪.৯৭ শতাংশ।

(এইচকেজে/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test